Barasat: পরপর বাড়ি থেকে গরু ‘মিসিং’, কাজ করছে বিরাট গ্যাং, খুঁজতে গিয়ে যা জানা গেল…
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের শাস্তি ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। মৃত গৃহপালিত গরুর মরদেহ রাস্তায় রেখেই টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘন্টাখানেক অবরোধের পর পৌঁছয় এসডিপিও বারাসতের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। পুলিশের পক্ষ থেকে গরুর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য বারাসত পশু চিকিৎসাকেন্দ্রে।

বারাসত: জাতীয় সড়কে গৃহপালিত পশুর মৃতদেহ রেখে অবরোধ। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশের হাত থেকে ২ পাচারকারীকে ছিনিয়ে নিয়ে রীতিমতো গণপিটুনি দেয় বিক্ষোভকারীরা। বারাসত নেতাজি পল্লী এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকা থেকে গরু নিখোঁজ হয়ে যাচ্ছে। কী ঘটছে, অবশেষে হাতেনাতে ধরে ফেলেছেন তাঁরা। পুলিশের গাড়ি আটক করে চলে দীর্ঘক্ষণ যাবৎ চলে বিক্ষোভ।
বেশ কিছুদিন ধরে গরু নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে এলাকাবাসীদের একাংশ নিখোঁজ গরুদের খুঁজতে বের হয়। খোঁজাখুঁজি করতে করতে বারাসত কালীবাড়ি এলাকার একটি মাঠে পৌঁছে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন বেশ কয়েকজন যুবক মিলে একটি গরুর মৃতদেহ গাড়িতে তোলার চেষ্টা করছে। তাদের আটকাতে গেলে গাড়ি নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যান।
এলাকাবাসীদের হাতে ধরা পড়ে যায় ২ যুবক। এদিকে নিখোঁজ গরুর মালিকদের মধ্যে একজন দাবি করেন এই সন্তানসম্ভবা গরু আসলে তার। ধৃত ২ যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে তারা বলে ৩০০ টাকার বিনিময়ে এই মরা গরু নিয়ে যেতে এসেছিলেন তাঁরা। এরপরই বিক্ষুব্ধ জনতা গণপ্রহার শুরু করেন দুই যুবককে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি আটকেও শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীদের দাবি এটি একটি গ্যাং, যারা বিষ খাইয়ে গৃহপালিত গরুগুলি মেরে ফেলে পাচার করছে। এদের নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে বলে দাবি করে পুলিশের গাড়ি থেকে নামিয়ে এনে চলে মারধর।
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের শাস্তি ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। মৃত গৃহপালিত গরুর মরদেহ রাস্তায় রেখেই টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘন্টাখানেক অবরোধের পর পৌঁছয় এসডিপিও বারাসতের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। পুলিশের পক্ষ থেকে গরুর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য বারাসত পশু চিকিৎসাকেন্দ্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই পাচারকারীর নাম নাজমুল হোসেন ও নিজামুদ্দিন। বারাসত কাজীপাড়া এলাকার বাসিন্দা তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
