Dada Boudi Biriyani: বারাকপুরে বিরিয়ানি খেয়ে গেল ‘পাক-চর’ জ্যোতি! এবার ব্লগারদের নিয়ে বড় ভাবনা ‘দাদা বৌদির’
Dada Boudi Biriyani: শিয়ালদহ থেকে ট্রেনে বারাকপুর, স্টেশন থেকে রিকশায় দাদা বৌদির দোকান। তারপর সেখান থেকে বেরিয়ে চিড়িয়ামোড়ের দিকে গিয়েছিল জ্যোতি। জ্যোতি এখন খবরের শিরোনামে। বারবার সে খবর যখন টিভি পর্দায় দেখছেন, কিছুটা হলেও শিহরিত দোকানের কর্মচারীরাও।

উত্তর ২৪ পরগনা: বারাকপুরের দাদা বৌদি বিরিয়ানির দোকান! ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এসেছিল পাক চর সন্দেহে গ্রেফতার ইউটিউবার জ্যোতি রানি। তখনও সেভাবে দোকানে ক্রেতাদের ভিড় হয়নি। আরও এক ইউটিউবার সঙ্গীকে সঙ্গে নিয়ে বিরিয়ানি খেতে এসেছিল সে। দাদা বৌদির বিরিয়ানির দোকানে একাধিক ব্লগার আসেন ব্লগ বানাতে। তাই সে সময়ে বিশেষ একটা আমল দেননি ম্যানেজার। পরে যখন টিভির পর্দায় ছবি দেখেন, তখন শিউরে ওঠেন তাঁরা।
বারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি দোকানের ম্যানেজার বলছেন, “আমরা এখন সচেতন। এই ধরনের ঘটনা দেখার পর ইউটিউবার নিয়ে ভাবতে হবে।”
শিয়ালদহ থেকে ট্রেনে বারাকপুর, স্টেশন থেকে রিকশায় দাদা বৌদির দোকান। তারপর সেখান থেকে বেরিয়ে চিড়িয়ামোড়ের দিকে গিয়েছিল জ্যোতি। জ্যোতি এখন খবরের শিরোনামে। বারবার সে খবর যখন টিভি পর্দায় দেখছেন, কিছুটা হলেও শিহরিত দোকানের কর্মচারীরাও।
একটা ছোট্ট ঝুপড়ির দোকান থেকে ব্যবসা শুরু করেছিলেন দাদা-বৌদি। বয়স এখন তাঁদের আশি পেরিয়েছি। বিরিয়ানির খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা বাংলা। বাংলার বাইরেও। নিত্য বহু ফুড ব্লগার আসেন সেই দোকানে। কিন্তু সকলের পরিচয় তো এভাবে আর জানা সম্ভব নয়! এবার এই ঘটনায় ব্লগারদের প্রবেশ নিয়েই কিছুটা হলেও রক্ষণশীল ‘দাদা বৌদি’।





