Deganga News: আকাশমুখো শরীর, ঠিকরে বেরিয়ে আসছে চোখ, জলের ভিতর থেকে তখনও জ্বলজ্বল করছে হাতের শাখা! বধূর মর্মান্তিক পরিণতি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2021 | 12:40 PM

Deganga Body Recover: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইট ভাটার মালিক এবং পথচলতি কয়েক জন গ্রামবাসী দেহটি ভেসে থাকতে দেখেন। বিদ্যাধরী নদীতে দেহটি চিত্ হয়ে ডোবা জলে পড়ে ছিল।

Deganga News: আকাশমুখো শরীর, ঠিকরে বেরিয়ে আসছে চোখ, জলের ভিতর থেকে তখনও জ্বলজ্বল করছে হাতের শাখা! বধূর মর্মান্তিক পরিণতি
দেগঙ্গায় দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

উত্তর ২৪ পরগনা: সাতসকালে নদী থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া মণ্ডল পাড়া এলাকায়। ওই মহিলার আনুমানিক বয়স ছাব্বিশ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইট ভাটার মালিক এবং পথচলতি কয়েক জন গ্রামবাসী দেহটি ভেসে থাকতে দেখেন। বিদ্যাধরী নদীতে দেহটি চিত্ হয়ে ডোবা জলে পড়ে ছিল। কাদামাখা ছিল শরীর। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষ ভিড় করেন।

নদীর কিছুটা কাটে গিয়ে তাঁরা দেখতে পান, ওই মহিলার ডান হাতে শাখা ছিল। মনে করা হচ্ছে বছর ছাব্বিশের ওই মহিলা বিবাহিত। দেহটি যেভাবে নদীতে পড়েছিল, তাতে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে শ্বাসরোধ করে খুন করে দেহ নদীতে ফেলে গিয়েছেন। চোখ দুটো খোলা ছিল, মুখ হা করা! দৃশ্যত চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে।

খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যাধরী নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই গৃহবধূর নাম-ঠিকানা পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি। তাঁর ছবি দিয়ে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। তাঁর নাম ঠিকানা জানার চেষ্টা করছে দেগঙ্গা থানার পুলিশ। পরিচয় জানার পরই এই ঘটনার কিনারা করতে তত্পর হবে পুলিশ। কোনও গার্হস্থ্য অশান্তি নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “হাত-পা আকাশমুখো। বয়স ২২-২৪ হবে। সম্ভবত ওকে খুন করেই দেহ ফেলে দেওয়া হয়েছে। মুখটা বোঝা যাচ্ছিল না। পরে ভালো করে দেখেও চিনতে পারিনি। পরে পুলিশকে খবর দিই। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে গেছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Katwa Crime News: ঝাড়খণ্ডে গিয়ে জলসায় চটুল নাচ না-পসন্দ ছিল প্রেমিকের, প্রেমিকা চালিয়ে দিল ‘গুলি’!

Next Article