উত্তর ২৪ পরগনা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেছিলেন। আর তার জেরে স্ত্রীর গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা দেগঙ্গায়।
জানা গিয়েছে, নিগৃহীতার স্বামী কয়েক মাস যাবত্ এলাকারই অন্য এক মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর আচরণে বদল দেখে সন্দেহ হয়েছিল স্ত্রীর। পরে তাঁর অনুপস্থিতিতে মোবাইল ঘেঁটে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন।
আর পাঁচটা মেয়ের মতনই স্বামীর সঙ্গে ঝগড়া করেন। স্বামীকে ঘরমুখী করার চেষ্টা করেন। এই নিয়ে গত কয়েক মাসে নিত্য অশান্তি হত তাঁদের। কখনও বুঝিয়ে, কখনও অশান্তি করে স্বামীর স্বভাবে বদল আনার চেষ্টা করতেন স্ত্রী। কিন্তু এরই মাঝে স্বামী যে এমন কোনও কাজ করবেন, তা ভাবতেও পারেননি।
আচমকাই বন্ধুদের থেকে প্রথম খবরটা পেয়েছিলেন। কিন্তু বিশ্বাস করতে পারেননি। পরে আত্মীয়রাও সেই একই কথা বলেন। পরে স্ক্রিন শট তুলে তাঁকে পাঠান। তখন যেন গোটা আকাশ ভেঙে পড়ে তাঁর মাথায়।
বিয়ের পর স্বামী তাঁর যে গোপন মুহূর্তের ছবি তুলেছিলেন, তা ঘুরছে আত্মীয়-বন্ধুদের ফোনেই! যে ছবি ভাইরাল হয়েছে, তা তাঁর স্বামী ছাড়া আর কারোর কাছেই ছিল না। স্বাভাবিকভাবেই স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধেই। স্বারমীর কীর্তিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন স্ত্রী।
নিগৃতীর বয়ান অনুযায়ী, একটা সময়ে তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। কিন্তু প্রতিবেশীদের তত্পরতায় বেঁচে যান। তাঁর অভিযোগ, দুবছরের বৈবাহিক সম্পর্কে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। বরাবরই তাঁর চরিত্রের সমস্যা ছিল। কিন্তু ইদানীং আরও বেলাগাম জীবনযাপন করছিলেন তাঁর স্বামী। প্রতিবাদ করাতে জুটত মারধর। এমনকি তাঁর সামনেও অন্য মহিলাদের নিয়ে ওঠাবসা করতে শুরু করেছিলেন স্বামী। তারই প্রতিবাদ করাতে গোপন ছবি ভাইরাল করে দিয়েছেন তিনি, অভিযোগ স্ত্রীর।
নিগৃহীতা বলেন, “আমার বিয়ে হয়েছে এক বছর ন মাস। বিয়ের পরই জানতে পারি, অনান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি আত্মহত্যাও করতে গিয়েছিলাম। আমার গোপন ছবি তোলে স্বামীই। পরে আত্মীয়দের মধ্যে সেই ছবি ছড়িয়ে দেয়।”
স্বামীর বিরুদ্ধে এবার প্রশাসনের দ্বারস্থ হন স্ত্রী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। গোপন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত বর্তমানে মুম্বইতে পালিয়ে গিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযোগ এখন পাওয়া যাচ্ছে খুবই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। সমস্ত ডিটেইল নেওয়া হচ্ছে। অভিযুক্তকে ট্র্যাক করার চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে মুরষে পড়েছেন নিগৃহীতার বাবাও। মেয়েকে দেখেশুনে বিয়ে দিয়ে যে এমন অবস্থা হবে, তা বিশ্বাসই করতে পারছেন না প্রৌঢ়। আরও পড়ুন: লকডাউনে নেই আয়, শিকল দিয়ে বেঁধে স্বামীর পা ভাঙলেন স্ত্রী, ফেলে রাখলেন বারান্দায়!