Duttapukur: খেজুর গাছ কাটার হেঁসো দিয়ে কাটা হয়েছিল মুণ্ড! দত্তপুকুর-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Gaighata: বামুনগাছি পশ্চিম মুরালি পরিত্যক্ত বাড়ি থেকে খেজুর গাছ কাটা হেঁসো, বঁটি, কাস্তে , উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দাবি করছে পোড়া গেঞ্জি, মাথার চুল উদ্ধার হয়েছে। ওই হেঁসো যথেষ্ট দাঁড়াল।

বারাসত: দত্তপুকুরে মুণ্ডবিহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেজুর গাছ কাটার হেঁসো দিয়েই হজরতের মুণ্ড কাটা হয়েছিল। কারণ তদন্তকারীরা জানাচ্ছেন, একটি হেঁসো উদ্ধার করা হয়েছে। সুফিয়া খাতুনকে গ্রেফতারের পর তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ি থেকেই এই অস্ত্র উদ্ধার হয়।
বামুনগাছি পশ্চিম মুরালি পরিত্যক্ত বাড়ি থেকে খেজুর গাছ কাটা হেঁসো, বঁটি, কাস্তে , উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দাবি করছে পোড়া গেঞ্জি, মাথার চুল উদ্ধার হয়েছে। ওই হেঁসো যথেষ্ট দাঁড়াল। পুলিশ জানতে পেরেছে ওই হেঁসোতে বেশ কিছুদিন আগেই ধার দেওয়া হয়েছিল।
তবে ওই হেঁসো দিয়েই মাথা কাটা হয়েছে কিনা সেব্যাপারে পুলিশে কোনও স্পষ্ট নয়। সুফিয়া খাতুনের স্বামী জলিল এখনও পর্যন্ত পলাতক। তবে পুলিশ প্রাথমিকভাবে বুঝতে পারছি জলিলই হজরতকে তাঁর বাড়িতে নিয়ে আসেন এবং সেখান থেকে খেতে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।





