D.El.Ed examination: টুকলি আটকাতে শেষে এই, অন্তর্বাস খুলে দেখা হল মহিলা পরীক্ষার্থীর

D.El.Ed examination: এক পরীক্ষার্থী বলেন, "ওই পরীক্ষার্থীর ঋতুস্রাব হয়েছে। তারপরও এমনভাবে তল্লাশি চালানো হয়। বিষয়টি জানানোর পর স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, এটা আর হবে না। তারপরও এদিন অন্তর্বাস খুলে টর্চের আলো জ্বেলে দেখা হয়।"

D.El.Ed examination: টুকলি আটকাতে শেষে এই, অন্তর্বাস খুলে দেখা হল মহিলা পরীক্ষার্থীর
ক্ষোভ উগরে দেন পরীক্ষার্থীরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 10:11 PM

গাইঘাটা: টুকলি আটকাতে পরীক্ষা হলে প্রবেশের আগেই পরীক্ষার্থীদের তল্লাশি। কিন্তু, সেই তল্লাশির নামে হেনস্থার অভিযোগ। মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে দেখা হল। যার জেরে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থীরা। খবর পেয়ে এল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে।

এই বিদ্যালয়ে চারটি কলেজের D.El. Ed-র পার্ট ওয়ান পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে দায়িত্বে থাকা মহিলারা তল্লাশির নামে মহিলা পরীক্ষার্থীদের হেনস্থা করছে। গতকাল এক মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে দেখা হয়। বিষয়টি তখন জানানো হয় স্কুলকে। কিন্তু, এদিন একই ঘটনা আবার ঘটে। তারপরই স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সেন্টার ইনচার্জের কাছে শ্লীলতাহানির অভিযোগ করে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে।

ওই পরীক্ষার্থী মা বলেন, “গতকালও একাজ করা হয়েছিল। আমরা অভিভাবকরা প্রতিবাদ করি। এমন করতে নিষেধ করা হয়। তারপরও এদিন অন্তর্বাস খুলে চেক করা হয়।” অন্য এক পরীক্ষার্থী বলেন, “ওই পরীক্ষার্থীর ঋতুস্রাব হয়েছে। তারপরও এমনভাবে তল্লাশি চালানো হয়। বিষয়টি জানানোর পর স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, এটা আর হবে না। তারপরও এদিন অন্তর্বাস খুলে টর্চের আলো জ্বেলে দেখা হয়।”

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস বলেন, “পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তল্লাশির দায়িত্ব প্রাথমিক শিক্ষা সংসদের তরফে প্রাইভেট এজেন্সিকে দেওয়া হয়েছে। এটা আমাদের কোনও বিষয় নয়। তবে অভিযোগ পাওয়ার পর আমি বলেছিলাম শালীনতা বজায় রেখে তল্লাশি করার কথা। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখবে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)