নৈহাটি: চলন্ত বাসে হঠাৎ আগুন। দাউদাউ করে জ্বলে উঠল বাস। তবে বাসে যাত্রী না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, কল্যাণী থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নৈহাটি ঘোষপাড়া রোডের উপরে হঠাৎ দাউ-দাউ করে জ্বলে ওঠে সেটি। হঠাৎ বাসে আগুন লাগার ঘটনায় চমকে ওঠেন বাস চালক আর খালাসি। নৌহাটির গরুর ফারির রাজ বন্দিপুর মোড়ের কাছে চটপট বাস দাঁড় করিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় খালাসি আর চালক।
এদিকে, ততক্ষণে আগুন লেগে যায় গোটা বাসটিতে। এলাকাবাসী খবর দেয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে হয়ত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিকে, বাসটির পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়িতেও আগুন লেগে যায়। তবে বাসে কোনও যাত্রী না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই।
এক এলাকাবাসী বলেন, “চলন্ত বাসেই আগুন লেগেছে। এবার আগুন ধরে যাওয়ার পরে গাড়ির চালক আর খালাশি নেমে পালিয়ে গিয়েছে। পরে সামনের দোকানের এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে পুলিশ আর দমকলকে খবর দেয়। তখন তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বাসে কেউ ছিল না। ফাঁকাই ছিল। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান থেকে মর্মান্তিক এইরকমই এক খবর সামনে আসে। চলন্ত ডাম্পারে আগুন লাগার ঘটনা ঘটে। সালানপুরের আল্লাডি মোড়ের কাছে। জানা গিয়েছে, যখন ডাম্পারের আগুন লাগে তখন চালক গাড়ি থেকে নেমে আগুন নেভাতে গিয়েছিলেন। সেই সময় তেলের ট্যাঙ্কারটি ফেটে যায়। আগুন লেগে যায় চালকের। তিনি অগ্নিদ্বগ্ধ অবস্থায় রাস্তায় ছোটাছুটি করতে থাকেন। এরপর মাটি,বালি ছুড়ে আগুন নিভিয়ে ওই চালককে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর।
আরও পড়ুন: KMC Election Result 2021: সন্তোষ পাঠকের জয়ের পরই হাতাহাতি নেতাজি ইন্ডোরের সামনে, দফায় দফায় উত্তেজনা
আরও পড়ুন: KMC Election Result 2021: তৃণমূলের হয়ে বিপুল ভোটে জিতলেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা