AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gopalnagar: ভূতে ধরেছে, নিদান ওঝার, শুরু হয় কিশোরকে মারধর… খবর পেয়ে পুলিশ পৌঁছতেই…

Gopalnagar: উত্তম সর্দারের বছর পনেরোর ছেলে উৎপল সর্দারকে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় পরিবার। বনগাঁ হাসপাতাল তাকে আরজিকর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে । 

Gopalnagar: ভূতে ধরেছে, নিদান ওঝার, শুরু হয় কিশোরকে মারধর... খবর পেয়ে পুলিশ পৌঁছতেই...
কিশোরকে মারধরের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 2:20 PM
Share

উত্তর ২৪ পরগনা: অসুস্থ কিশোরকে হাসপাতালে না নিয়ে ওঝার বাড়িতে নিল পরিবার। ওঝার নিদান ওই কিশোরকে নাকি ভূতে ধরেছে, আর ভূত ঝাড়াতে চলল মারধর। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য। খবর পেয়ে কিশোরকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানর নহাটা এলাকার দমদমা সরদার পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  উত্তম সর্দারের বছর পনেরোর ছেলে উৎপল সর্দারকে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় পরিবার। বনগাঁ হাসপাতাল তাকে আরজিকর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে ।  অভিযোগ, মঙ্গলবার তাকে আরজি করে না নিয়ে পরিবারের সদস্যরা নিয়ে যান মামুদপুর পারুইপাড়ার উত্তরা সাধু নামে এক ওঝার কাছে।

পরিবারের বক্তব্য, ওঝা তাঁদের জানিয়েছিলেন, ছেলেটির ‘দোষ পাওয়া গিয়েছে, ভূতে ধরেছে’। ভূত ছাড়াতে ওঝা ছেলেটিকে মারতে থাকেন বলে অভিযোগ। সেই খবর পৌঁছয় যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকারের কাছে। তিনি খবর দেন গোপালনগর থানার পুলিশকে। পুলিশ গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। আজ সকালে ওই কিশোরের চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে পরিবারের কেউ নেই।

অন্যদিকে ওঝা উত্তরা সাধু ওরফে উত্তম মল্লিকের দাবি,  “ওই বাচ্চার দোষ ছিল মানে ভূতে ধরেছিল । আমার কাছে নিয়ে এলে আমি ঝাড়ফুঁক করি । এমন অনেক রোগী  আসে ।”  তিনি স্পষ্ট স্বীকার করছেন, অনেকদিন ধরেই তিনি এই কাজ করেন। বিজ্ঞান যে এসব মানে না, সেটাও স্পষ্ট তাঁর কাছে।

যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, “এই যুগে মধ্যযুগীয় বর্বরতা চলছে। প্রশাসন এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক।”