Halisahar: মদ-জুয়া-সাট্টার প্রতিবাদ, যুবককে বন্দুকের বাঁট মেরে মাথা ফাটানোর অভিযোগ
Halisahar: হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ড নবজীবন সংঘ ক্লাব বারুই পাড়া অঞ্চল ক্লাবের ভেতরের দীর্ঘ দিন ধরেই নানা রকম অসামাজিক কাজ চলত। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন। আর এই কাজে সুরজিত ঘোষের মদত রয়েছে বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: মদ,জুয়া,সাট্টার প্রতিবাদ করায় বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার আভিযোগ। অভিযুক্ত হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ সুরোজিত ঘোষ ওরফে বুম্বা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহর পৌরসভার চার নম্বর ওয়ার্ড নবজীবন সংঘ ক্লাব বারুই পাড়া অঞ্চল ক্লাবের ভেতরের দীর্ঘ দিন ধরেই নানা রকম অসামাজিক কাজ চলত। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন। আর এই কাজে সুরজিত ঘোষের মদত রয়েছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সুরোজিত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জন দাসের ঘনিষ্ঠ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই জুয়ার টাকা মৃত্যুঞ্জয় দাসের কাছে পৌঁছে যেত। তারই প্রতিবাদ করায় শুভম দাসকে ব্যাপক মারধর করা হয়, বন্দুকের বাঁট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও পৌর প্রধান মৃত্যুঞ্জয়ের দাবি, “ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে।” যদিও অভিযুক্তকে তিনি চেনেন বলে দাবি করেছেন। ঘটনার পর ওই এলাকার ক্লাবে তালা মেরে দেনে স্থানীয় মহিলারা।





