Hasnabad: অশান্তির মাঝেই আচমকা ৩ মাসের সন্তানকে তুলে আছাড়! বাবা-মা দোষ চাপাচ্ছেন একে অপরের ঘাড়ে
Hasnabad: শিশুর বাবা তুফান সর্দার ও মা অনিতার বরাবরই অশান্তি করতেন নিজেদের মধ্যে। মাঝেমধ্যেই প্রতিবেশীরা তাঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসত। শুক্রবারও তাঁদের মধ্যে অশান্তি হয়।

হাসনাবাদ: তিন মাসের পুত্র সন্তানকে আছাড় মেরে খুনের অভিযোগ। একে অপরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বাবা-মা। ঘটনাকে ঘিরে উত্তেজনা হাসনাবাদের হুলোরচকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুর বাবা তুফান সর্দার ও মা অনিতার বরাবরই অশান্তি করতেন নিজেদের মধ্যে। মাঝেমধ্যেই প্রতিবেশীরা তাঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসত। শুক্রবারও তাঁদের মধ্যে অশান্তি হয়। গন্ডগোল হাতাহাতির পর্যায়ে পৌঁছয় । সেই গন্ডগোল করতে করতে হঠাৎই বাচ্চাটাকে আছাড় মেরে খুন করার অভিযোগ ওঠে। বিপদ আঁচ করতে পেরেই ছুটে যান প্রতিবেশীরা। তারপরও তুফান ও অনিতা একে অপরের ঘাড়ে দোষ চাপাতে শুরু করেন।
যদিও এলাকার মানুষের অভিযোগ, “শিশুটির মা অনিতা সর্দার স্বামীর সঙ্গে গন্ডগোল করতে করতে বাচ্চাটাকে তুলে আছাড় মারে।” বাচ্চাটির দেহ হাসনাবাদ থানার পুলিশ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠায়। শিশুটির বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় স্তব্ধ পাড়া।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা ঝামেলা করত, সেটা জানতাম। বর-বউয়ের বিষয়ে আমরা কোনওদিনই সেভাবে নাক গলায়নি। হঠাৎই আজকে বউটা ভীষণ কাঁদছিল, কিছু একটা হয়েছে বুঝেই যাই। কোনও কিছু বলার ভাষা পাচ্ছি না।”

