Shweta Khan: শ্বেতার ফ্ল্যাটের পিছনে চুল উদ্ধার, তা পানিহাটির নির্যাতিতার কিনা দেখতে পাঠানো হচ্ছে পরীক্ষায়
Shweta Khan: জানা গিয়েছে, কুলু মানালিতেও নির্যাতিতা নিয়ে গিয়েছিলেন শ্বেতা। কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শ্বেতার প্রতিবেশীর কথা অনুযায়ী, শ্বেতার নাকি দু'বছরের এক সন্তান রয়েছে। পানিহাটির তরুণী যখন পর্নোগ্রাফি শ্যুট করতে রাজি হননি, তখন তাঁর ওপর অত্যাচার চলেছে।

হাওড়া: হাওড়ার বাঁকড়ার ফ্ল্যাটে আটকে রেখে পানিহাটির তরুণীর ওপর চলেছিল অকথ্য নির্যাতন! পর্নোগ্রাফি কাণ্ডে শ্বেতা ও তাঁর ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। পানিহাটির নির্যাতিতার বয়ানে যা উঠে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। নির্যাতনের সময়ে চুল কেটে নেওয়া হয়েছিল ওই তরুণী। শ্বেতার ফ্ল্যাটের পিছনেই একটি জঞ্জালে ভরা জমি রয়েছে। সেখানেই চুল ফেলা হয়েছিল বলে দাবি করেছেন নির্যাতিতা। সেই অনুযায়ী তল্লাশিও চালান তদন্তকারীরা। শ্বেতার ফ্ল্যাটের পিছনে ওই জমি থেকে চুল সংগ্রহও করেছে পুলিশ। ওই চুল নির্যাতিতারই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, কুলু মানালিতেও নির্যাতিতা নিয়ে গিয়েছিলেন শ্বেতা। কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শ্বেতার প্রতিবেশীর কথা অনুযায়ী, শ্বেতার নাকি দু’বছরের এক সন্তান রয়েছে। পানিহাটির তরুণী যখন পর্নোগ্রাফি শ্যুট করতে রাজি হননি, তখন তাঁর ওপর অত্যাচার চলেছে। তাঁকে দিয়েই ২ বছরের সন্তানের দেখভাল করাতেন শ্বেতা। কুলুতেও সেই কারণেই নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেখানে গিয়েই নির্যাতিতার মাথা ফাটিয়ে দেন শ্বেতা।
শ্বেতা ও আরিয়ানের কীর্তি অতিষ্ঠ ছিলেন এলাকাবাসীও। একে একে সামনে এসে তাঁরাও এতদিনে মুখ খুলছেন। তাঁদের বক্তব্য, শ্বেতার মাথায় অদৃশ্য প্রভাবশালীর হাত ছিল। তার জন্যই এলাকার কেউ মুখ খুলতে ভয় পেত। শ্বেতার কুকীর্তি নিয়ে মুখ খুলেছেন তাঁর প্রাক্তন স্বামীও। এখনও শ্বেতা ও আরিয়ানের খোঁজ পায়নি পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন তাঁরা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।





