সভার নামে মিষ্টি বিলি! প্রধানকে বের করে ভাঙড়ে পঞ্চায়েতে তালা দিল ISF

ISF: গ্রাম সভা চলাকালীন সভায় কর্ণপাত না করে পঞ্চায়েত প্রধান মিষ্টি বিলি করছিলেন বলে অভিযোগ। তাতেই পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলামের ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মীরা। তাঁকে সহ বাকি তৃণমূল সদস্যদের পঞ্চায়েত থেকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন আইএসএফ কর্মীরা।

সভার নামে মিষ্টি বিলি! প্রধানকে বের করে ভাঙড়ে পঞ্চায়েতে তালা দিল ISF
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 27, 2024 | 8:23 PM

ভাঙড়: ভাঙড়ে গ্রাম সভা ঘিরে ব্যাপক উত্তেজনা, পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ আইএসএফ কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর, শানপুকুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের নিয়ে আজ একটি গ্রাম সভা হয়। আর সেই গ্রাম সভাতে বিরোধী তথা আইএসএফ সদস্যদের কোনও কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। 

এমনকী গ্রাম সভা চলাকালীন সভায় কর্ণপাত না করে পঞ্চায়েত প্রধান মিষ্টি বিলি করছিলেন বলে অভিযোগ। তাতেই পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলামের ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মীরা। তাঁকে সহ বাকি তৃণমূল সদস্যদের পঞ্চায়েত থেকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন আইএসএফ কর্মীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক বচসাও হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

খবর যায় পুলিশের কাছেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। খুলে দেওয়া হয় পঞ্চায়েতের তালা। যদিও তাঁর বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে এলাকার রাজনৈতিক মহলে।