Minor Physically Harassed: এবার বসিরহাট, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নাবালক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 02, 2022 | 1:50 PM

Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক বছর চোদ্দর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে বছর ষোলোর এক নাবালকের বিরুদ্ধে।

Minor Physically Harassed: এবার বসিরহাট, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নাবালক
দাদার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

Follow Us

বসিরহাট: এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট। মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক নাবালককের বিরদ্ধে। গোটা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক বছর চোদ্দর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে বছর ষোলোর এক নাবালকের বিরুদ্ধে। পরে ঘটনার খবর জানার পরই রাত্রিবেলা কিশোরী মেয়েটিকে নিয়ে থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন পরিবার। সোমবার ভোররাতে নাবালককে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।আজ বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এদিন, বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেও জবানবন্দি দেবে মেয়েটি এমনটাই খবর মিলেছে পুলিশ সূত্রে।অভিযুক্ত নাবালককে সোমবার সল্টলেকে জুভেইনাল কোর্টে তোলা হবে।

সাম্প্রতিককালে, দেখা যাচ্ছে যৌন নির্যাতনের ঘটনায় অল্প বয়সী নাবালকদের নাম বারে বারে উঠে আসছে। তাহলে কি সামাজিক অবক্ষয় হচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছেই। এই যৌন নির্যাতনের পিছনে কোনও পূর্বপরিকল্পিত চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বস্তুত রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কখনও হাঁসখালি, কখনও রায়গঞ্জ, কখনও বা বোলপুর। নারী নির্যাতনের লাগাতার ঘটনা ঘটেই চলেছে বঙ্গে। কয়েকদিন আগে নারী নির্যাতনে নাম জড়ায় উত্তর ২৪ পরগনার মাটিয়ার নাম। এক দিন নিখোঁজ থাকার পরের দিন সকালে একটি পার্কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ওই নাবালিকাকে। তার শারীরিক অবস্থা খারাপ ছিল। প্রথমে তাকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানান, অত্যন্ত নির্মম অত্যাচারের শিকার হয়েছে ওই নাবালিকা।

চিকিৎসকরা জানিয়ে দেন, ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। তার ক্ষুদ্রান্ত্র ক্ষতবিক্ষক। গোপানাঙ্গে রয়েছে গভীর চোট। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যাকে গ্রেফতার করা হয়, সে নাবালিকার মাসির প্রেমিক। এই গোটার ঘটনার পিছনে মাসি ও তার প্রেমিকের হাত রয়েছে।  জানা যায়, মোবাইলে গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু টাকা ও একটি মোবাইল ফোন তার প্রেমিকের কাছে পৌঁছে দিতে বলে ওই নাবালিকার মাসি। মাসির কথামত সেই কাজ করতেও যায় বাচ্চা মেয়েটি। তারপর থেকেই সে নিখোঁজ।

 

আরও পড়ুন: Patharpratima Death: ‘নিজের বাবাই কি না শেষমেশ…’, বোটকা গন্ধটা নাকে আসতেই আর বুঝতে বাকি রইল না স্থানীয়দের

Next Article