AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat Arrest:নাবালিকা প্রেমিকাকে নগ্ন অবস্থায় দেখার আবদার প্রেমিকের, ভিডিয়ো কল করতেই…

Basirhat: উত্তর ২৪ পরগনার বসিরহাট। সেখানে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার নগ্ন ছবি ভাইরালের অভিযোগে গ্রেফতার যুবক।

Basirhat Arrest:নাবালিকা প্রেমিকাকে নগ্ন অবস্থায় দেখার আবদার প্রেমিকের, ভিডিয়ো কল করতেই...
গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 1:51 PM
Share

বসিরহাট: কয়েকদিন আগে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল ওদের মধ্যে। তার সুবাদে ছেলেটির উপর আস্থা রাখতে শুরু করে মেয়েটি। আর তার ফলস্বরূপ প্রেমিকের আবদার মটাতে নগ্ন ছবি পাঠাতে সে। এরপর…

উত্তর ২৪ পরগনার বসিরহাট। সেখানে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার নগ্ন ছবি ভাইরালের অভিযোগে গ্রেফতার যুবক। জানা গিয়েছে, এলাকার এক বছর কুড়ির যুবকের সঙ্গে কয়েকদিন আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় এক নাবালিকার। ওই যুবক পেশায় মিস্ত্রি। তারপর একাধিকবার ফোন এবং ভিডিয়ো কলে তাদের আলপচারিতা এগোতে থাকে।

অভিযোগ, অভিযুক্ত যুবক একাধিকবার ওই নাবালিকাকে একাধিক অশ্লীল ও নগ্ন ছবি পাঠাতে বলে। এমনকী ভিডিয়ো কলেও ওই নাবালিকাকে অশ্লীল অবস্থায় দেখার আবদার জানায়। যুবকের কথা মতো মেয়েটি একাধিক অশ্লীল ছবি ও ভিডিয়ো ওই যুবককে পাঠাতে শুরু করে। কিন্তু বেশ কিছুদিন আগে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের জেরে ভেঙে যায়।

অভিযোগ, তখন প্রতিশোধের বশে যুবক একাধিক সোশ্যাল মিডিয়ায় ওই নাবালিকার অশ্লীল ও নগ্ন ছবি ছড়াতে শুরু করে। সেই কথা জানতে পেরে ওই নাবালিকা তার অভিভাবকদের সব কথা খুলে বলে। নাবালিকার বাবা শনিবার বিকালে ন‍্যাজাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ন‍্যাজাট থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাসনাবাদের ভবানীপুরের বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে। তাকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে ন‍্যাজাট থানার পুলিশ।