Khardha Police Station: থানার ব্যারাকের মধ্যে রিভলবার হাতে যুবক, খড়দা থানায় ভয়ঙ্কর ঘটনা…
Khardha Police Station: পুলিশ ও থানার নাম করে বিভিন্ন সময় মানুষকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগও উঠেছে।
উত্তর ২৪ পরগনা: থানার ব্যারাক। তারই মধ্যে পুলিশের সার্ভিস রিভলবার হাতে দাঁড়িয়ে এক যুবক। সেই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খড়দহ থানার ব্যারাকের মধ্যে পুলিশের সার্ভিস রিভলবার হাতে নিয়ে যুবকের ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোদপুর নন্দনকানন এলাকার বাসিন্দা নির্ণয় ভট্টাচার্য ওরফে বিল্টুর ছবি সেটি। থানার ব্যারাকের মধ্যে পুলিশের ব্যবহৃত সরকারি পিস্তল হাতে নিয়ে তাঁর ছবিই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে পুলিশের দাবি। ভাইরাল হওয়া ছবিকে ঘিরে পুলিশ মহলে উঠেছে প্রশ্ন। সূত্র মারফত জানা গিয়েছে,বিল্টু নামের ওই যুবক বিভিন্ন থানার পুলিশের চর হিসেবে কাজ করেন। তিনি কোনও পুলিশকর্মী নন।
তবে অভিযোগ রয়েছে অন্য। পুলিশ ও থানার নাম করে বিভিন্ন সময় মানুষকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশে কাজ না করেও থানার ব্যারাকের মধ্যে পুলিশের ব্যবহৃত সরকারি রিভলবার হাতে ভাইরাল ছবি নিয়ে পুলিশ মহলে তৈরি হয়েছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
কীভাবে ওই যুবক পুলিশের সার্ভিস রিভলবার হাতে পেলেন? তা নিয়ে পুলিশ মহলেই উঠছে প্রশ্ন। বিষয়টি অন্তর্বিভাগীয় তদন্ত করছে পুলিশ। পাশাপাশি ওই যুবকের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে। খড়দা ও পার্শ্ববর্তী এলাকার থানাগুলির কর্তাদের জন্য চর হিসাবে কাজ করেন বিল্টু। কার সার্ভিস রিভলবার তাঁর হাতে এসেছিল, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবককেও জিজ্ঞাসা করা হচ্ছে।