কলকাতা: মেলেনি পুলিশের অনুমতি। আপাতত স্থগিত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP President J P Nadda) পরিবর্তন যাত্রা (Paribartan Yatra)। পুলিশি অনুমোদনের জটিলতায় আপাতত বাতিল রথযাত্রা। তবে জেপি নাড্ডার (J P Nadda) বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার নৈহাটিতে কর্মসূচি রয়েছে নাড্ডার। তিনি এদিন নৈহাটির (Naihati) কাঁঠালপাড়ার সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও সংগ্রহশালায় যাবেন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারাকপুরের বাড়িতেও শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। জনসভা রয়েছে বারাকপুরে।
তারপর এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন নাড্ডা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এরপরই তাঁর আনন্দপুরী মাঠ থেকে রথযাত্রা উদ্বোধনের কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন আপাতত তাতে অনুমোদন দেয়নি। বিজেপি সূত্রে খবর, রথযাত্রার অনুমতি নিতে আদালতে যাচ্ছে তারা। আদালতের অনুমতি নিয়ে তাঁরা ফের রথযাত্রার সূচনা করবেন বলে সূত্রের খবর। এটি বাদ দিয়ে তাঁর বাকি কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।
বিজেপির বক্তব্য, রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করছে তারা। কিন্তু আপাতত কোথাও কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি। তারপরও কেন অনুমতি দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশেই নাড্ডার পরিবর্তন যাত্রা কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “আনন্দপুরী মাঠে আমাদের সভা হচ্ছে। তবে পরিবর্তন যাত্রা সূচনা করার যে কথা ছিল, তা আপাতত বাতিল হয়েছে। আমরা আজই আদালতে যাচ্ছি। আদালতের অনুমতি নিয়ে রথযাত্রা বার করব।”
All the programs of @BJP4India president @JPNadda ji in Barrackpore Loksabha will be held as scheduled.
He will visit Rishi Bankim Chandra Chattopadhyay’s residence & museum in Naihati. Will have lunch at Jute Mill worker’s home & address public meeting at Anandpuri, Barrackpore— Arjun Singh (@ArjunsinghWB) February 25, 2021
আরও পড়ুন: অধীরকে আব্বাসের ‘হুমকি’! দু’দিনের মধ্যে আসন রফা না হলে কংগ্রেসের সঙ্গে জোটে ইতি
উল্লেখ্য, বাঙালি আবেগকে স্পর্শ করতেই গত সোমবারই গঙ্গার অপরপ্রান্ত চুঁচুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল বঙ্গিকচন্দ্র, বিভূতিভূষণ- সহ বাঙালির মনীষীদের কথা। শাসকদলকে বিঁধতে তিনি অভিযোগ তুলেছিলেন, বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বন্দেমাতরম ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। তার বিরোধিতাও করেছে শাসক নেতৃত্ব। লক্ষ্যণীয়ভাবে সেই বঙ্গিমচন্দ্রের বাড়িতেই আজ পা রাখছেন নাড্ডা।
কলকাতা: মেলেনি পুলিশের অনুমতি। আপাতত স্থগিত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP President J P Nadda) পরিবর্তন যাত্রা (Paribartan Yatra)। পুলিশি অনুমোদনের জটিলতায় আপাতত বাতিল রথযাত্রা। তবে জেপি নাড্ডার (J P Nadda) বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার নৈহাটিতে কর্মসূচি রয়েছে নাড্ডার। তিনি এদিন নৈহাটির (Naihati) কাঁঠালপাড়ার সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও সংগ্রহশালায় যাবেন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারাকপুরের বাড়িতেও শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। জনসভা রয়েছে বারাকপুরে।
তারপর এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন নাড্ডা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এরপরই তাঁর আনন্দপুরী মাঠ থেকে রথযাত্রা উদ্বোধনের কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন আপাতত তাতে অনুমোদন দেয়নি। বিজেপি সূত্রে খবর, রথযাত্রার অনুমতি নিতে আদালতে যাচ্ছে তারা। আদালতের অনুমতি নিয়ে তাঁরা ফের রথযাত্রার সূচনা করবেন বলে সূত্রের খবর। এটি বাদ দিয়ে তাঁর বাকি কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।
বিজেপির বক্তব্য, রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করছে তারা। কিন্তু আপাতত কোথাও কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি। তারপরও কেন অনুমতি দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশেই নাড্ডার পরিবর্তন যাত্রা কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না।
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “আনন্দপুরী মাঠে আমাদের সভা হচ্ছে। তবে পরিবর্তন যাত্রা সূচনা করার যে কথা ছিল, তা আপাতত বাতিল হয়েছে। আমরা আজই আদালতে যাচ্ছি। আদালতের অনুমতি নিয়ে রথযাত্রা বার করব।”
All the programs of @BJP4India president @JPNadda ji in Barrackpore Loksabha will be held as scheduled.
He will visit Rishi Bankim Chandra Chattopadhyay’s residence & museum in Naihati. Will have lunch at Jute Mill worker’s home & address public meeting at Anandpuri, Barrackpore— Arjun Singh (@ArjunsinghWB) February 25, 2021
আরও পড়ুন: অধীরকে আব্বাসের ‘হুমকি’! দু’দিনের মধ্যে আসন রফা না হলে কংগ্রেসের সঙ্গে জোটে ইতি
উল্লেখ্য, বাঙালি আবেগকে স্পর্শ করতেই গত সোমবারই গঙ্গার অপরপ্রান্ত চুঁচুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল বঙ্গিকচন্দ্র, বিভূতিভূষণ- সহ বাঙালির মনীষীদের কথা। শাসকদলকে বিঁধতে তিনি অভিযোগ তুলেছিলেন, বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বন্দেমাতরম ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। তার বিরোধিতাও করেছে শাসক নেতৃত্ব। লক্ষ্যণীয়ভাবে সেই বঙ্গিমচন্দ্রের বাড়িতেই আজ পা রাখছেন নাড্ডা।