বসিরহাট: কাজের জন্য বাজারে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ মোবাইল বেজে ওঠে। ফোন রাখার পরই হল বিপত্তি। বাজার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ।
বসিরহাটের হাসনাবাদ থানার নতুন বাজার এলাকার ঘটনা। বছর বেয়াল্লিশের হারান মণ্ডল, পেশায় শ্রমিক। বাড়ি হাসনাবাদ থানার আবাদ মোহনপুর গ্রামে। এদিন নতুন বাজার সংলগ্ন স্থানে ওই ব্যক্তি কাজ করছিলেন। সেই সময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোন রাখার পরে কিছু সময়ের জন্য তার আর খোঁজ পাওয়া যায় না।
পরে উদ্ধার হয় দেহ। বাজারের একটি নির্জন জায়গায় গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। খোঁজাখুঁজি করতে করতে অন্যান্য শ্রমিকরা হারানের মৃতদেহ ঝুলতে দেখে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। উদ্ধার হয় মৃতদেহ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠান হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সহকর্মীরা জানাচ্ছেন, হারান কাজ করছিল। ওর মোবাইলে একটি ফোন আসে, কিছু সময়ের জন্য চোখের আড়াল হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই বাজারে একটি জায়গায় তার মৃতদেহ ঝুলছে। কে তার মোবাইলে ফোন করলো তারপর তার কেন মৃত্যু হল তার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, না পারিবারিক অশান্তির কারণে মৃত্যু? তার মোবাইল উদ্ধার করে পুলিশ কললিস্ট পরীক্ষা করে দেখছে এই মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে।
এদিকে, জেলায় একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে। অনলাইনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গুজরাট পুলিশ বৃহস্পতিবার রাতে গোপালনগর থানা এলাকায় হানা দেয়। বাসুদেব বাছারা ও শুকলাল তালুকদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই দুই ব্যক্তির অ্যাকাউন্ট ডিটেইলস খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তাঁদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা আদান প্রদানের প্রমাণ পেয়েছে গুজরাট পুলিশ ।
এই ঘটনার সঙ্গে আরও এক প্রতারক প্রতাপ মন্ডল জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর । ধৃতদের বিরুদ্ধে সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা ও মোবাইল এবং ব্যাঙ্কের পাসবুক । ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে গুজরাট নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে গুজরাট পুলিশ । বিচারক ধৃতদের ৬ দিনের ট্রানজিট রিমান্ডে গুজরাট নিয়ে যাবার আবেদন মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন: Corona Virus: ৭ হাজারের ঘরেই সংক্রমণ, সামান্য কমল দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যা