Basirhat Election Results 2024: গণনা শেষের আগেই তপ্ত সন্দেশখালি! সড়বেরিয়ায় মাথা ফাটল বিজেপি সমর্থকের

Sourav Dutta | Edited By: Soumya Saha

Jun 04, 2024 | 3:14 PM

Sandeshkhali: বাংলার অতীত নির্বাচনগুলিতে ভোট পরবর্তী হিংসা ও অশান্তির অভিযোগের কথা মাথায় রেখে এবার ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Basirhat Election Results 2024: গণনা শেষের আগেই তপ্ত সন্দেশখালি! সড়বেরিয়ায় মাথা ফাটল বিজেপি সমর্থকের
সড়বেরিয়ায় আক্রান্ত বিজেপি সমর্থক
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: ভোট গণনা এখনও শেষই হল না। তার আগেই তপ্ত সন্দেশখালির বাতাবরণ। গণনা পর্ব যত এগোচ্ছে, তত পারদ চড়ছে সন্দেশখালিতে। মঙ্গলবার দুপুরে সন্দেশখালির সড়বেড়িয়ায় বড় আজগরা, ভাটিদহ, ঝারিপাড়া, রামপুর বাগদি পাড়া-সহ একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সড়বেরিয়ার বড় আজগরায় চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতি ঘিরে গত কয়েক মাস ধরে বিভিন্ন চর্চা হয়েছে। বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালির বিভিন্ন অভিযোগ। কিন্তু লোকসভা ভোট গণনার এখনও পর্যন্ত যা ছবি, পঞ্চম দফার গণনা শেষে বসিরহাট থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলামই। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রেখা পাত্র।

প্রসঙ্গত, বাংলার অতীত নির্বাচনগুলিতে ভোট পরবর্তী হিংসা ও অশান্তির অভিযোগের কথা মাথায় রেখে এবার ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসবের মধ্যেই ভোটগণনার দুপুরেই তপ্ত সন্দেশখালির বাতাবরণ। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Next Article