Kunal Ghosh: ৪২-এ তৃণমূল কত? কুণাল করে দিলেন ভবিষ্যদ্বাণী…
Kunal Ghosh: কুণালের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী। তিনিই দেশের মধ্যে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য মুখ। দিল্লিতে যে বিকল্প সরকার হবে, তার প্রধান চালিকাশক্তি হবেন তৃণমূল সুপ্রিমোই।
ব্যারাকপুর: সাংগঠনিক কোনও পদে এই মুহূর্তে আর নেই কুণাল ঘোষ। তবে ভোটপ্রচারে দেখা যাচ্ছে তাঁকে। শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোটপ্রচারে যান কুণাল। সেখান থেকে দেশে বিকল্প সরকারের কথা বলেন তিনি। জানান, পার্থর জয় নিয়েও আত্মবিশ্বাসী তিনি। এদিন ব্যারাকপুরে বড়পোলে ভোটপ্রচারে যান কুণাল।
সেখানেই তিনি বলেন, “ব্যারাকপুরে পার্থ ভৌমিকই জিতবেন। বিকল্প সরকার হবে। সেখানে ব্য়ারাকপুরেরও অংশীদারিত্ব থাকবে।” কুণালের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী। তিনিই দেশের মধ্যে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য মুখ। দিল্লিতে যে বিকল্প সরকার হবে, তার প্রধান চালিকাশক্তি হবেন তৃণমূল সুপ্রিমোই। ৩০ থেকে ৩৫ টি আসনে তৃণমূল কংগ্রেস জিতে দ্বিতীয় বৃহত্তর দল হবে বলেও দাবি কুণালের।
একইসঙ্গে পার্থর প্রচারে গিয়ে অর্জুন সিংয়ের সাম্প্রতিক নানা মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, “উনি যা বলছেন তা উন্নয়ন থেকে চোখ সরিয়ে দেওয়ার জন্য। যারা রোটি কাপড়া মকানের লড়াইয়ে পিছিয়ে গিয়েছে। যারা মানুষকে সার্ভিস দেয় না, তারা উন্নয়ন থেকে চোখ সরাতে অনেক কথাই বলবে। তবে মানুষ সবই জানেন। এসব ফাঁদে তাঁরা পা দেবেন না।”