হাড়োয়া: বসিরহাটের হাড়োয়ায় শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় গরহাজির ছিলেন মিনাখাঁর তিনবারের বিধায়ক ঊষারানি মণ্ডল। এই কথা কানে যেতেই অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই সরাসরি মমতা বলেন, ক্ষমা না চাইলে ঊষারানির দলে ঠাঁই নেই। তৃণমূল নেত্রী এদিন তোপ দাগেন, রোজ লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে। প্যাকেট করে নিয়ে যাওয়া হচ্ছে সেসব। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। মমতা অভিযোগ করেন, “টাকা দিয়ে অনেককেই কিনবে বলে মনে করেছে এরা।”
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, “যাঁরা আজ মিটিংয়ে না এসে মনে করছেন তৃণমূলের কংগ্রেসের বিধায়ক থাকবেন, আর মিটিংয়ে আসবেন না। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লকের যাঁরা আছেন, সংগঠনের যাঁরা আছেন তাঁরা দেখে নেবেন। যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না।”
আগামী ১ জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় ভোট হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবার এই লোকসভা কেন্দ্রে জোরদার লড়াই শাসক-বিরোধীর। সন্দেশখালিকে ইস্যু করে ময়দানে বিজেপি। সন্দেশখালির রেখা পাত্র তাঁদের প্রার্থী। তৃণমূল প্রার্থী করেছে বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে। শনিবার হাজি নুরুলের হাড়োয়াতেই সভা করেন তৃণমূল সুপ্রিমো। আর সেখান থেকেই দলের আরেক বিধায়কের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শোনা যায় তাঁকে।