AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashoknagar News: নিখোঁজ নাবালিকার খোঁজে নেমে ১১ জনকে উদ্ধার করল পুুলিশ, বারাসতের বুকে বিরাট চক্র

Minor Abduction Unveils Huge Trap: বিকল্পে তাঁরা উদঘাটন করেছে আরও বড় তথ্য। পুলিশের অনুমান, বডি মাসাজের আড়ালে অবৈধ দেহ ব্য়বসার ফাঁদ পেতে বসেছিল ওই স্পা সেন্টারের মালিক। রবিবার বিকালে অভিযানে গিয়ে প্রথমেই স্পা সেন্টারের মালিককে আটক করেন তদন্তকারীরা। তারপর স্পা সেন্টারের ভিতরে ঢুকে পড়েন কয়েক জন মহিলা কনস্টেবল।

Ashoknagar News: নিখোঁজ নাবালিকার খোঁজে নেমে ১১ জনকে উদ্ধার করল পুুলিশ, বারাসতের বুকে বিরাট চক্র
উদঘাটন বিরাট চক্রImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 12:34 PM
Share

বারাসত: দু’দিন ধরে বাড়ি ফেরেনি নাবালিকা মেয়ে। উদ্বিগ্ন হয়ে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানায় গিয়ে ‘মিসিং ডায়রি’ দায়ের করল পরিবার। তারপরই সেই নাবালিকাকে খুঁজতে তদন্তে নেমে বিরাট চক্রের উদঘাটন করল পুলিশ। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা।

ঘটনা বারাসতের ফরচুন টাউনশিপ এলাকার। রবিবার সেখানে স্থিতু একটি স্পা সেন্টারে অভিযান চালায় অশোকনগর থানার পুলিশ। একটি নাবালিকা নিখোঁজের অভিযোগে তদন্তে নামে তাঁরা। জানা যায়, কয়েক মাস ধরেই এই স্পা সেন্টারটিতে কাজ করত ওই নাবালিকা। ইতিমধ্যে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। তুলে দিয়েছে পরিবারের হাতে। কিন্তু এই নাবালিকাকে কোথা থেকে উদ্ধার করলেন তদন্তকারীরা? কীভাবেই বা নিখোঁজ হয়েছিল সে? সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেনি অশোকনগর থানা।

বিকল্পে তাঁরা উদঘাটন করেছে আরও বড় তথ্য। পুলিশের অনুমান, বারাসতের বুকে মাসাজ পার্লারের আড়ালে অবৈধ দেহ ব্য়বসার ফাঁদ পেতে বসেছিল ওই স্পা সেন্টারের মালিক। রবিবার বিকালে অভিযানে গিয়ে প্রথমেই স্পা সেন্টারের মালিককে আটক করেন তদন্তকারীরা। তারপর স্পা সেন্টারের ভিতরে ঢুকে পড়েন কয়েকজন মহিলা কনস্টেবল। তাঁরা উদ্ধার করে আনে মোট ১১জন মহিলাকে। কেউ নাবালিকা, কেউ প্রাপ্ত বয়স্ক। আটক করা হয় আরও চার জনকে।

জানা গিয়েছে, সাত-আট মাস আগে এই স্পা সেন্টার তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই সেখানে ব্যবসা চলছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন নতুন নতুন মেয়েদের আনাগোনা ছিল ওই স্পা সেন্টারে। কিন্তু মাসাজ পার্লারের আড়ালে যে অবৈধ দেহ ব্যবসা চলছে তা তাঁরা ঠাওর করে উঠতে পারেননি। আপাতত আটক হওয়ার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে অশোকনগর থানার পুলিশ।