ব্রিগেডমুখী বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
ব্রিগেডমুখী (BJP Brigade 2021) বিজেপি (Bengal BJP) কর্মীকে 'মার'। উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শাসন (Shason)।
উত্তর ২৪ পরগনা: ব্রিগেড মুখী (Brigade BJP 2021) বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ। উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শাসন (Shason)। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিজয় সর্দার। তিনি শাসন সরদার আটির বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মী বারাসত জেলা হাসপাতালে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ব্রিগেডে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে শাসন সরদার আটি মোড়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন বিজয়। অভিযোগ, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মন্ডল তার দলবল নিয়ে বিজয় সর্দারের ওপর চড়াও হন। বাঁশ, লাঠি নিয়ে এলোপাথাড়ি মারা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: মোদী-ব্রিগেডে রেকর্ড গরমের সাক্ষী থাকবে কলকাতা!
আক্রান্ত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশও কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। যদিও শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ধরনের কোন ঘটনা শাসন এলাকায় ঘটেনি। তৃণমূলকে বদনাম করার জন্যই এ কাজ করা হচ্ছে।”