গাইঘাটায় ব্যবসায়ীকে কুপিয়ে ‘খুন’

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটা (Gaighata) সীমান্ত লাগোয়া ঝাউডাঙা গ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়।

গাইঘাটায় ব্যবসায়ীকে কুপিয়ে 'খুন'
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 6:15 PM

উত্তর ২৪ পরগনা:  এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটা (Gaighata) সীমান্ত লাগোয়া ঝাউডাঙা গ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়। মৃতের নাম বিধান সরকার।

বৃহস্পতিবার রাতে গাইঘাটার কাউনকিয়া মাঠপাড়ায় বাড়ির সামনেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নিহত ব্যবসায়ী বিধান সরকার রাত ন’টা নাগাদ দোকান থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফেরেন তিনি। সূত্রের খবর, বাড়ির সামনে মোটরবাইক রাখার পরেও তিনি ঘরে না ঢোকায় পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: শোওয়ার ঘরে স্ত্রীর যৌনাঙ্গে বারবার ধারালো অস্ত্র ঢোকাল স্বামী! দৃশ্য দেখে স্তম্ভিত পড়শিরা

পরিবারের সদস্যরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ী রাস্তায় পড়ে রয়েছেন। গাইঘাটা থানার শুটিয়া ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে বিধানবাবুকে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরনো কোনও শত্রুতার জেরে খুন, না অন্য কোনও কারণ তদন্ত করছে পুলিশ।