উত্তর ২৪ পরগনা: সিজার করাতে গিয়ে মাথার শিরা ছিঁড়ে মৃত্যু সদ্যোজাতের। মর্মান্তিক ঘটনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhtapara State General Hospital)।
শিশু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় কাঁকিনাড়ার বাসিন্দা ইশরাত পারভিনকে। মঙ্গলবার সকালে তাঁর অস্ত্রোপচার হয়। অভিযোগ, প্রসবকালে সদ্যোজাতের ঘাড়ের শিরা ছিঁড়ে যায়। ঘাড়েও চোট লাগে। তার পরেই মৃত্যু হয় শিশুটির। সদ্যোজাতের মৃত্যুর পরেই উত্তেজিত হয়ে পড়ে ইশরতের পরিবার। অনভিজ্ঞ চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচার করানোর ফলেই বিপত্তি, অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: সওয়া এক ঘণ্টা! রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই
অনভিজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করাতেই সদ্যোজাতর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন প্রতিবেশীরাও। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ভাটপাড়ার বিজেপির বিধায়ক পবন সিং। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” অভিযোগ খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছেন সুপারও।