উত্তর ২৪ পরগনা: অনান্য দিনের মতোই রাতে পাড়ায় বসে আড্ডা মারছিলেন ওঁরা। দূর থেকে টলমল পায়ে পাড়ারই ছেলেকে আসতে দেখেছিলেন। বুঝতে পেরেছিলেন তিনি নেশাগ্রস্ত। তাই বিশেষ আমল দেননি তাঁরা। আচমকাই ওই নেশাগ্রস্ত যুবকই পিছন থেকে চ্যালা কাঠ নিয়ে হামাল চালায় তাঁদের ওপর। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলেও অভিযোগ। চপারের এলোপাথাড়ি কোপে মারাত্মকভাবে জখম তিন যুবক। অভিযোগ ঘিরে সরগরম শ্যামনগরের রাহুতা পোড়া কালীতলা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ কর্মকার, সৌরভ মন্ডল ও দেবব্রত ঘোষ নামে এলাকার তিন যুবক রাতে আড্ডা মারছিলেন। অভিযোগ, ওই সময় সুরজিৎ সরকার নামে নেশাগ্রস্ত ওই যুবক সৌরভকে চ্যালা কাঠ দিয়ে মারে। তারপর ওই কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ।
এখানেও থেমে থাকেননি সুরজিত্। ব্যথায় যখন সৌরভ মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন, তখন কোথা থেকে একটা চপারও জোগাড় করে আনেন সুরজিত্। তারপর সেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। সৌরভকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাকি দুজনও।
কাঠ দিয়ে মারার পর সুরজিত্ চপার দিয়ে বাকি দুজনকে আঘাত করে। ঠেকাতে গিয়ে আক্রান্ত হন দেবব্রতও। ওই যুবকদের আর্তনাদেই স্থানীয়রা এলাকায় জড়ো হয়ে যান। কিন্তু সুযোগ বুঝে পালিয়ে যান সুরজিত্। স্থানীয়রাই আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সৌরভের চোট গুরুতর। তাঁর মাথায় আঘাত লেগেছে। রাতেই আক্রান্ত যুবকেরা জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে সুরজিৎ পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।
তবে সুরজিত্ কেন আক্রমণ চালাল, তার কোনও ‘ক্লু’ পায়নি পুলিশ। আক্রান্তদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সুরজিত্ মদ খেয়ে গালিগালাজ করছিলেন। তখন তাঁরা মজা করে আর কিছুটা ভয় দেখাতেই সুরজিতের দিকে একটি চ্যালা কাঠ নিয়ে তেড়ে যান। সুরজিত্ তখন পাল্টা চপার দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপায়। প্রত্যেকেই পাড়ার ছেলে। কিন্তু সুরজিত্ যে এভাবে হিংসাত্মক হয়ে উঠবে, তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি কেউ। সুরজিতের খোঁজে তল্লাশি চলছে।