উত্তর ২৪ পরগনা: একুশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) মাথায় রেখে সোমবারই সম্ভবত আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। তার আগেই হাবড়ায় (North 24 Parganas) জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) নামে দেওয়াল লিখন শুরু। বিতর্ক দানা বাঁধতেই দেওয়াল আবার ঢেকে দেওয়া হল ত্রিপল দিয়েও।
হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের বদর এলাকার বেশ কয়েকটি দেওয়ালে দেখা গেল এলাকার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। রবিবার রাতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দেওয়াল লিখেছেন বলে খবর। দেওয়াল লিখন হয়েছে হাবড়া ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেহাল আলির নেতৃত্বেও।
এ প্রসঙ্গে নেহাল আলি আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, “খাদ্যমন্ত্রী এলাকায় উন্নয়ন করেছেন। দল তাঁকেই প্রার্থী করবে। কর্মীদের আবেগ রয়েছে, তাই তাঁরা লিখতে চেয়েছে আমিও সম্মতি দিয়েছি।” তবে এও জানিয়েছেন, দল অন্য কাউকে প্রার্থী করলে তা মেনে নেবেন কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: ‘ট্রু লিডার’! মোদীর টিকা নেওয়ার ছবি টুইট করে প্রশংসায় পঞ্চমুখ দীনেশ
পাশাপাশি এই নিয়ে বিজেপি নেতা বিপ্লব হালদারের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের এবার হাবড়ায় টিকিট না পাওয়ার সম্ভাবনা আছে। অন্য কেউ টিকিটের দাবিদার। সে ক্ষেত্রে জ্যোতিপ্রিয়ই তাঁর অনুগামীদের দিয়ে দেওয়াল লিখনের কাজ করছেন বলে দাবি তাঁর। এই ধরনের সংস্কৃতি তৃণমূলের মধ্যেই আছে বলে কটাক্ষ করেন তিনি।