North Dumdum: দিনের আলোতেই উত্তর দমদমে পুকুর বুজিয়ে নির্মাণ তৈরি করছে দুষ্কৃতীরা!

North Dumdum: উত্তর দমদম পুরসভার ২৮ নং ওয়ার্ডের পূর্ব আলিপুরের সংযোগস্থলে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের উপরেই দিনের আলোয় চলছে নির্মাণ কাজ। এলাকাবাসীর দাবি, স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কল্যাণ কর-কে জানান।

North Dumdum: দিনের আলোতেই উত্তর দমদমে পুকুর বুজিয়ে নির্মাণ তৈরি করছে দুষ্কৃতীরা!
উত্তর দমদমে পুকুর বোজানোর অভিযোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 1:37 PM

উত্তর দমদম: পুকুর বুজিয়ে দেদার চলছে নির্মাণের কাজ। স্থানীয় কাউন্সিলর কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ, বহিরাগত কাউন্সিলরের ঘনিষ্ঠরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

উত্তর দমদম পুরসভার ২৮ নং ওয়ার্ডের পূর্ব আলিপুরের সংযোগস্থলে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের উপরেই দিনের আলোয় চলছে নির্মাণ কাজ। এলাকাবাসীর দাবি, স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কল্যাণ কর-কে জানান। তিনি কাজ বন্ধের নির্দেশ দেন। যদিও তার নির্দেশ অমান্য করেই পার্শ্ববর্তী ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠরা সেই নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

গোটা ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা উত্তর দমদম পৌরসভার পুরো প্রধান বিধান বিশ্বাসকেও একটি স্মারকলিপি জমা দেন। কিন্তু তারপরও চলছে নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে। তারা প্রশাসনিক স্তরে জানিয়েছেন, কিন্তু কোনও কাজ হয়নি। তারা পুরপ্রধানকে বিষয়টি জানিয়েছেন। তিনি দেখবেন বলেছেন। পুকুর না থাকলে তারা সমস্যায় পড়বেন। এলাকায় কোনও অগ্নি সংযোগ হলে জল না পাওয়ার ও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই নিয়েই অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনও উত্তর দেননি।

বিশ্বনাথ মণ্ডল নামে এক এলাকাবাসী বলেন, “জোর করে ওই পুকুরে স্ল্যাব বসাচ্ছে। দখল করছে। আমরা কাউন্সিলরকে জানিয়েছিলাম। উনি বন্ধ করে দিয়েছিলেন। তাও শুনছে না। পুকুরটা বুজে গেলে আমাদের অসুবিধা হবে। আগুন লাগলে জল পাব না।”