AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিড হাসপাতাল বলে খুলল না গেট, রাস্তাতেই ছটফটিয়ে মৃত্যু প্রৌঢ়ের!

North 24 Pargana: পেশায় শ্রমিক কৃষ্ণ মঙ্গলবার সিমেন্টের বস্তা খালি করার পর লরির পাশে শুয়ে ছিলেন। সেইসময় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়দহ বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

কোভিড হাসপাতাল বলে খুলল না গেট, রাস্তাতেই ছটফটিয়ে মৃত্যু প্রৌঢ়ের!
মৃত বৃদ্ধ, নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 1:04 AM
Share

উত্তর ২৪ পরগনা: গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই ছটফট করছিলেন বৃদ্ধ। কিন্তু শত অনুরোধেও খুলল না গেট। হাসপাতালের পক্ষ থেকে সাফ জানানো হল কোভিড রোগী থাকার জন্যই এই কড়া পদক্ষেপ। দেড়ঘণ্টা ধরে রাস্তাতেই পড়ে থেকে অবশেষে মৃত্য়ু হল বৃদ্ধের। হাসপাতালের গাফিলতির জেরেই মৃত্যু (Death) বলে অভিযোগ তুলে ঘটনাস্থলে বিক্ষোভ মৃতের পরিজনদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়দহ বলরাম স্টেট জেনারেল হাসপাতালে।

মৃতের পরিজনদের অভিযোগ, কৃষ্ণ যাদব নামে বছর ষাটের ওই প্রৌঢ় আসানসোলের বাসিন্দা। কর্মসূত্রে খড়দহতে এসেছিলেন। পেশায় শ্রমিক কৃষ্ণ মঙ্গলবার সিমেন্টের বস্তা খালি করার পর লরির পাশে শুয়ে ছিলেন। সেইসময় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়দহ বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। খবর দেওয়া হয়, কৃষ্ণ যাদবের ছেলে অঙ্কিত যাদবকেও।

অভিযোগ, রোগীকে নিয়ে এলেও হাসপাতাল ভর্তি নিতে চায় না। কোভিড রোগীদের জন্য বরাদ্দ ওই হাসপাতাল থেকে স্পষ্ট বলা হয়, করোনা রোগী থাকার জন্যেই হাসপাতালে আহত প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করা সম্ভব নয়।অভিযোগ, প্রাথমিক চিকিত্‍সা করাও অসম্ভব বলে জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বারবার অনুরোদধ করা সত্ত্বেও হাসপাতালের গেট খোলা হয়নি বলে অভিযোগ। প্রায় দেড়ঘণ্টা গেটের বাইরে আহত অবস্থায় রাস্তায় পড়ে থেকে মৃত্য়ু (Death) হয় ওই প্রৌঢ়ের।

মৃতের ছেলে অঙ্কিত যাদবের কথায়, “আমার বাবা কাজ সেরে রাস্তার ধারে শুয়ে ছিল। সেইসময় একটা গাড়ি এসে চাপা দিয়ে চলে যায়। জখম অবস্থায় এই হাসপাতালে বাবাকে নিয়ে আসি। কিন্তু কোভিড রোগী রয়েছে বলে বাবাকে ভর্তি নেয়নি। দেড়ঘণ্টা ধরে বাবা এই রাস্তাতেই পড়েছিল। পড়ে মারা গেল। শুধুমাত্র হাসপাতালের গাফিলতির জন্য়ই এই দুর্গতি।” ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোভিড রোগী থাকার জন্যই অন্য কোনও রোগীকে সতর্কতাবশত ভর্তি নেওয়া হচ্ছে না। অন্য কোনও রোগী এলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আহত কৃষ্ণ যাদবের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। তাই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিত্‍সকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। আরও পড়ুন: আদালতের ‘ক্লিনচিট’ পেলেন বার্লা, আদিবাসী মহিলা ধর্ষণ-কাণ্ডে জামিনপ্রাপ্তি অভিযুক্তের