Sandeshkhali: বছরের শুরুতে ফের জাগছে সন্দেশখালি? TMC-নেতার বিরুদ্ধে কোর্টে এলেন মহিলা
Sandeshkhali news: এক সময় সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষজন। গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হতে বেরিয়েছিলেন। তাঁদের উপর নির্যাতন নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করেছিলেন।
সন্দেশখালি: এক সময় সন্দেশখালি দেখেছিল মহিলাদের আন্দোলন। এক বছর কাটতে না কাটতে ফের সেখান থেকে উঠল ভয়ঙ্কর অভিযোগ। ফের ধর্ষণের অভিযোগ সন্দেশখালিতে। বিচার চেয়ে হাইকোর্টের দারস্থ নির্যাতিতা। কাঠগড়ায় স্থানীয় ব্লক তৃণমূল নেতা ও তাঁর দলবল। তবে কি নতুন করে ফের ধীরে-ধীরে তপ্ত হয়েছে সন্দেশখালি? উঠছে প্রশ্ন।
এক সময় সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষজন। গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হতে বেরিয়েছিলেন। তাঁদের উপর নির্যাতন নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করেছিলেন। এবার নতুন বছর শুরু হতে না হতেই আবারও ধর্ষণের অভিযোগের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, নির্যাতিতা মহিলা থানায় ধর্ষণের মামলা রুজু করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টে এফআইআর তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভয়ে হাইকোর্টে দ্বারস্থ নির্যাতিতা। বুধবার এই মামলার শুনানি।
নির্যাতিতা বলেন, “আমি সন্দেশখালি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমায় থ্রেট দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কোনও ভূমিকা গ্রহণ করেনি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি চাই দোষীরা উপযুক্ত সাজা পাক। উনি অসামাজিক। এখনও ঘুরে বেড়াচ্ছেন।”