নাকের ডগায় থানা, পুরসভার ভেতরে চলল গুলি! ফের উত্তপ্ত ভাটপাড়া

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jul 13, 2021 | 9:24 PM

Bhatpara: ভাটপাড়া পুলিশ সূত্রে খবর, টেন্ডার নিয়ে গণ্ডগোলের জেরে এই সংঘর্ষ। তবে এই ঘটনায়  কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়।

নাকের ডগায় থানা, পুরসভার ভেতরে চলল গুলি! ফের উত্তপ্ত ভাটপাড়া
আক্রান্ত সৌরভ দাস

Follow Us

উত্তর ২৪ পরগনা: মাত্র কয়েকঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। থানা থেকে মাত্র ২০ ফুট দূরে পুরসভার ভেতরেই  চলল গুলি! অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুরপ্রশাসক হিমাংশু সরকার। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হন পুরপ্রশাসকের সহকারী সৌরভ দাস।

ভাটপাড়া পুলিশ সূত্রে খবর, টেন্ডার নিয়ে গণ্ডগোলের জেরে এই সংঘর্ষ। তবে এই ঘটনায়  কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আহত সৌরভ দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানার এত কাছে কী করে গুলি চালাল দুষ্কৃতীরা তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি, ঘটনার পর আশেপাশে দেখা যায়নি কোনও পুলিশ কর্মীকে। কেন এই অনুপস্থিতি? এইভাবে আচমকা হামলায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ভাটপাড়ার বাসিন্দা। পুরকর্মীদের নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “ভাটপাড়া বলে নয়, সারা বাংলায় একই ছবি। জগদ্দলে একজন লোহাচোর বিধায়ক আছে। তাঁর কথাতেই এসব হচ্ছে। রোজই এসব হচ্ছে। টোটোচালকরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওখানে কোনও আইনশৃঙ্খলা নেই। পুলিশ যখন সরকারের দালাল হয়ে যাবে তখন এমনই ঘটনা ঘটবে।” সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, “এটা এলাকা দখলের লড়াই। এলাকা দখল করতে চাইছে, তাই এইসব হামলা, সংঘর্ষ হচ্ছে।”

তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “থানা থানার কাজ করে। ব্যারাকপুর সাংসদ এই সমস্ত চক্রান্ত করছেন। প্রশাসন হস্তক্ষেপ করেছে। ৪৮ ঘণ্টা সময় চেয়েছে প্রশাসন। আমি নাম বলছি না। তৃণমূলের দলীয় কোন্দল বলে দেগে দেবে বিজেপি। এটা ওদের ক্যাসেট। ক্রিমিনালিজম অফ পলিটিক্সের আমদানি করেছেন ব্যারাকপুরের সাংসদ।”

মঙ্গলবারই বেলা সাড়ে বারোটা নাগাদ একটি হোটেলের সামনে বোমাবাজি হয়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। রাত এগারোটার পর থেকেই মুড়িমুড়কির মতো বোমা বিস্ফোরণ হতে শুরু করে। কয়েকঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া।

বিধানসভা নির্বাচন হোক বা অন্য সময়ে, বারবার ‘সংবেদনশীল স্থান’ বলে চিহ্নিত হয়েছে অর্জুন গড়। বোমাবাজি যেন এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। মঙ্গলবারের ঘটনার পর রীতিমতো শঙ্কিত সাধারণ মানুষ। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনা তদন্ত করে রিপোর্ট পেশ করবে প্রশাসন এমনটাই জানিয়েছে ভাটপাড়া থানা। উল্লেখ্য, সম্প্রতি, নিরাপত্তা সুনিশ্চিত করতে থানা বাড়ানোর আবেদন জানিয়ে নবান্নে চিঠি দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, এ বছরের মধ্যেই নতুন আটটি থানার কাজ সম্পূর্ণ হবে। আরও পড়ুন: ‘এখন আমায় ভুলে গেলেন!’ ঘাড়ধাক্কা খেতেই চোখে জল যুবনেতার, ‘সিন ক্রিয়েট’ বলে ধমক দিলীপের

 

Next Article