Panihati: রণে ভঙ্গ, রাতে ইস্তফা দিলেন পানিহাটির চেয়ারম্যান
Panihati: সূত্রে জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সোমবার রাতেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তখনই তিনি পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা ফিরহাদকে জানান মমতা।

উত্তর ২৪ পরগনা: পানিহাটির চেয়ারম্যানের পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায়। বুধবার সন্ধ্যায় মহকুমা শাসকের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর ইস্তফাপত্রে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ। বুধবার দুপুর পর্যন্ত তিনি বলে গিয়েছেন, কেন পদত্যাগ করতে বলা হয়েছে, তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
সূত্রে জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সোমবার রাতেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তখনই তিনি পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা ফিরহাদকে জানান মমতা। তাঁকে যেন পদত্যাগ করতে বলা হয়, তেমনও নির্দেশ দেন বলে সূত্রের খবর। সোদপুরের ফুসফুস অমরাবতী মাঠ নিয়ে প্রোমোটিংয়ে নাম জড়ানোর অভিযোগ।
যদিও মলয় রায়ের বক্তব্য, “একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এরকম একটা পদক্ষেপ করা হয়েছে। নাকি সঠিক ভালো কোনও চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল। সেই উত্তর পেতে চাই। উত্তর নাও পেতে পারি। মুখ্যমন্ত্রী সবার ওপরে। তাঁর ওপরে তো কিছু বলার নেই। মাঠ খেলার জায়গা, রাজনীতির জায়গা নয়। অমরাবতী মাঠ নিয়ে কেউ নোংরা খেলা খেললে, আমিও খেলব।” জানা যাচ্ছে, রাতেই মহকুমা শাসকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।





