Khardah: ক্যানসার আক্রান্ত বোনের মৃত্যুর খবর জেনেও তালা লাগিয়ে চলে গেলেন দাদা-বৌদি, ৬ ঘণ্টা রাস্তায় পড়ে থাকল দেহ, খড়দহে মর্মান্তিক ঘটনা
Khardah: সায়ন্তি একজন ক্য়ানসার রোগী ছিলেন। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বন্ধুদের কাছেই থাকত সায়ন্তি দাস। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর বুধবার দুপুরে সায়ন্তীর মৃত্যু হয়।

খড়দহ: অত্যন্ত মর্মান্তিক খবর! ক্যানসার আক্রান্ত মেয়ের মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের। বাড়িতে তালা দিয়ে চলে গেল পরিবার। ৬ ঘণ্টা বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল মৃতদেহ। খড়দহ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড পূর্বাচলের ঘটনা।
জানা গিয়েছে, দাদা বৌদির সঙ্গে নিজের বাড়িতে থাকতেন বছর চৌত্রিশের সায়ন্তি দাস। তিনি খড়দহে এক ইংরেজি মাধ্যম স্কুলের লাইব্রেরিয়ানের কাজ করতেন সম্পত্তিগত বিবাদের কারণে দাদা বৌদির সঙ্গে গন্ডগোল লেগেই থাকত বলে খবর। আর তার জেরে দাদা বৌদি সায়ন্তিকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ।
সায়ন্তি একজন ক্য়ানসার রোগী ছিলেন। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বন্ধুদের কাছেই থাকত সায়ন্তি দাস। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর বুধবার দুপুরে সায়ন্তীর মৃত্যু হয়। সেই খবর পেতেই বন্ধুরা মৃত্যুর খবর জানায় তাঁর দাদা বৌদিকে ফোন করে। সেই খবর জানার পর বাড়িতে তালা লাগিয়ে চলে যায় পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে খবর, টানা ৬ ঘণ্টা বাড়ির বাইরে রাস্তার উপর যুবতীর মৃতদেহ পড়ে থাকে। এই অমানবিক দৃশ্য দেখে সরব হয় এলাকাবাসী থেকে শুরু করে সায়ন্তির বন্ধুরা। অবশেষে রহড়া থানার হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধুরাই শেষকৃত্য সম্পন্ন করেন।

