বেলঘরিয়া : অটোচালকের সঙ্গে যাত্রীদের বচসা কোনও নতুন ঘটনা। নানা ইস্যুতে নিত্যযাত্রীদের সঙ্গে চালকের বচসা চোখে পড়ে প্রায়শই। তবে বেলঘরিয়ায় যা ঘটল, তা কার্যত নজিরবিহীন। প্রকাশ্যে অটো চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছু়ড়ে পালালেন এক মহিলা যাত্রী। বেলঘড়িয়া থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অটোচালক। অনুপ সরকার নামে ওই চালকের অভিযোগ, ওই মহিলা যাত্রী ব্যাগ থেকে লঙ্কার গুঁড়ো বের করে তাঁর মুখে ছিটিয়ে পালিয়ে যান। পরে কয়েক ঘণ্টা চোখে দেখতেই পাচ্ছিলেন না চালক। এই ঘটনার নিন্দা করেছেন পুরসভার চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে শাস্তি হবে বলেও জানিয়েছেন তিনি।
বেলঘরিয়া রথতলা মোড়ে ঘটনাটি ঘটেছে। বেলঘরিয়া থেকে বরানগরে সিঁথির মোড়ের দিকের অটো রুটে দীর্ঘদিন ধরে অটো চালাচ্ছেন বরানগর একে মুখার্জি রোডের বাসিন্দা অটোচালক অনুপ সরকার। বেলঘরিয়া রথতলা মোড়ে অটোতে ওঠা নিয়ে এক মহিলা যাত্রীর সঙ্গে তাঁর বচসা হয় বলে অভিযোগ অটোচালক অনুপ সরকারের। তিনি জানান, ওই মহিলা যাত্রী প্রথমে রথতলা মোড়ের কাছে বিটি রোডে একটি অটোতে উঠতে যান, সেই সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোচালক অনুপ সরকার ওই মহিলা যাত্রীকে বলেন, রাস্তার মাঝে রানিং অটোতে না উঠে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠতে। কিন্তু মহিলা যাত্রী তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। এই নিয়ে অটোচালক অনুপ সরকারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই মহিলা যাত্রী।
তারপর অন্যান্য অটো চালকরা এসে সেই বচসা থামিয়ে দেন। অভিযোগ, বচসা থামানোর কিছুক্ষণ পর সেই মহিলা যাত্রী ব্যাগ থেকে লঙ্কার গুঁড়ো বের করে অনুপ সরকারের মুখে ছিটিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে আহত অটোচালক অনুপ সরকারকে নিয়ে যাযন তাঁর সহকর্মীরা। এরপরই ওই মহিলা যাত্রীর বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত অটোচালক। কিন্তু এখনও পর্যন্ত ওই মহিলা যাত্রী কে গ্রেফতার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ।
ঘটনার পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি ওই অটো স্ট্যান্ডের অটোচালকদেরষ মহিলার শাস্তির দাবি জানিয়েছেন আহত অটোচালক। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানান, সবটাই শুনেছেন তিনি। এই ধরনের কাজ নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তিনি। পুরপ্রধান বলেন, ‘এটা হওয়া উচিত নয়। বাস্তবে প্রশাসন সঠিকভাবে বিচার করবে। যথাযথ শাস্তি হওয়া দরকার।’
আরও পড়ুন : Maynaguri: শুভেন্দু গিয়ে খাট ‘ভেঙেছিলেন’, এবার ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে নতুন খাট কিনে দিল তৃণমূল