Barasat: ১ লাখ টাকা ৩ লাখ হবে বলে রেখেছিলেন… শেষ পর্যন্ত যা হল
Barasat: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পাঁচপোতা এলাকার ইমারত দ্রব্যের ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস। তিন বছর আগে এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তোলেন তিনি।

গাইঘাটা: ১৩ মাসে টাকা তিন গুন হবে টাকা। এই আশাতেই টাকা জমা রেখেছিলেন অনেকে। তিন বছর কেটে গিয়েছে। তিন গুন তো দূরের কথা, যে টাকাটা দিয়েছিলেন, সে টাকাই ফেরত পাচ্ছেন না তাঁরা। প্রতারণার অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। টাকার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে হাজির প্রাপকরা। ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পাঁচপোতা এলাকার ইমারত দ্রব্যের ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস। তিন বছর আগে এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তোলেন তিনি। আমেরিকান ডলারের মাধ্যমে ১৩ মাসে টাকা তিনগুন হবে বলে কয়েক লক্ষ টাকা তোলেন তিনি। প্রতি মাসে তাদেরকে টাকা দেওয়া হবে বলে টাকা নিয়েছিলেন সঞ্জয়। প্রথম দিকে কিছু টাকা তাঁরা পেয়েছেন। কিন্তু তিন মাস চলার পরেই সব বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
তিন বছর ধরে তারা টাকা না পেয়ে আজ সঞ্জয় বিশ্বাসের ইমারত দ্রব্যের দোকানে এসে টাকার দাবি করেন। পরবর্তীতে এই খবর পৌঁছয় গাইঘাটা থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। এই বিষয়ে সঞ্জয় বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি সঞ্জয়ের স্ত্রী’ও।
