Modi on Rekha Patra: রেখার ভাষণে মুগ্ধ মোদী, বললেন ‘গোটা দেশ দেখছে’
Modi on Rekha Patra: রেখাকে মা দুর্গার সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদী বলেন, 'আমি ওঁর বীরত্বকে সম্মান জানাই। ওঁকে মা দুর্গার পুজারী বলে মনে করি। বাংলায় শাহজাহান শেখের মতো অত্যাচারীদের শেষ করতে রেখা পাত্রকে প্রয়োজন।

অশোকনগর: প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সন্দেশখালির রেখা পাত্রের কাছে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। প্রচারের আগেই সেই ফোন উৎসাহ জুগিয়েছিল রেখাকে। আর এবার প্রকাশ্য মঞ্চে সেই রেখার ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। রেখা পাত্র এদিন যেভাবে ভাষণ দেন, তা মুগ্ধ করেছে প্রধানমন্ত্রীকে। এদিন বারাসত ও বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় হাজির ছিলেন মোদী।
বক্তব্যের মাঝে রেখার প্রশংসা করে মোদী বলেন, “কী দারুণ ভাষণ দিলেন তিনি। সংবাদমাধ্যমের নজর যাওয়া উচিত। তৃণমূলে তো একজনও এমন নেতা নেই যিনি রেখা পাত্রের মতো ভাষণ দিতে পারেন।” তিনি আরও বলেন, “গোটা দেশ দেখছে, কীভাবে একজন গরিব পরিবারের মেয়েকে দেশের সংসদে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ করেছে বিজেপি।” এ ক্ষেত্রে নারীশক্তির সম্মানের লড়াই হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, দেশের মহিলাদের কন্ঠস্বর সংসদে পৌঁছে দেবেন রেখা।
রেখাকে মা দুর্গার সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদী বলেন, ‘আমি ওঁর বীরত্বকে সম্মান জানাই। ওঁকে মা দুর্গার পুজারী বলে মনে করি। বাংলায় শাহজাহান শেখের মতো অত্যাচারীদের শেষ করতে রেখা পাত্রকে প্রয়োজন। তাঁকে জেতানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
