TMC Chaos: ‘হঠাৎ পুলিশ এসে উল্টোপাল্টা পেটাল…’, তৃণমূল কর্মীকে মারধরের জেরে রণক্ষেত্র আমডাঙা
Aamdanga: এ প্রসঙ্গে মোস্তাক আহমেদ মণ্ডল বলেন, "আমার উপর পুলিশের কী রাগ জানি না। যেভাবে ধরে মারল বলার কিছু নেই। আমার সারা শরীরে রুলের বাড়ি মেরেছে। আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে।" অপরদিকে, মোস্তাকের অনুগামীদের বক্তব্য, "বিধায়ক অর্জুন সিং-কে নিয়ে গোপনে মিটিং-মিছিল করছেন। মোস্তাক সাহেব কোনও কাজেরে প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রশাসনকে দিয়ে উল্টোপাল্টা পিটিয়ে দিল।"
আমডাঙা: তৃণমূল নেতাকে পুলিশের লাঠিপেটার অভিযোগ রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার আমডাঙা। অভিযোগ চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডল। অভিযোগ, আচমকাই পুলিশ চড়াও হয়ে হামলা চালায় তাঁর উপর। এর জেরে মোস্তাকের অনুগামীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেখালেন বিক্ষোভ। গভীর রাত পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছন পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম।
এ প্রসঙ্গে মোস্তাক আহমেদ মণ্ডল বলেন, “আমার উপর পুলিশের কী রাগ জানি না। যেভাবে ধরে মারল বলার কিছু নেই। আমার সারা শরীরে রুলের বাড়ি মেরেছে। আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে।” অপরদিকে, মোস্তাকের অনুগামীদের বক্তব্য, “বিধায়ক অর্জুন সিং-কে নিয়ে গোপনে মিটিং-মিছিল করছেন। মোস্তাক সাহেব কোনও কাজেরে প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রশাসনকে দিয়ে উল্টোপাল্টা পিটিয়ে দিল।”
এ দিকে, আমডাঙায় তৃণমূল কর্মীদের পথ অবরোধের পর এলাকায় আসেন পার্থ ভৌমিক,সোমনাথ শ্যাম,সুবোধ অধিকারীরা। তাঁরা বিক্ষোভরত তৃণমূল কর্মীদের আশ্বাস দেন যথাযথ ব্যবস্থা নেওয়ার।