Criminal Arrest in Belghoria: আগ্নেয়াস্ত্র সহ বেলঘরিয়া থেকে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
Criminal Arrest in Belghoria: খুন এবং তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্যারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই ধড়পাকড় শুরু হয়েছে রাজ্য়ের প্রায় সব জেলায়। আর সেই অভিযান চালানোর সময় অজয় মণ্ডল নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যাতে রাজ্য ও জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতী দমন করার জন্য আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরই জেলা জুড়ে পুলিশি অভিযান শুরু হয়। একাধিক জেলা থেকে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র আগেই উদ্ধার হয়েছে। আর এবার ধরা পড়ল বেলঘরিয়ার ওই যুবক।
ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অভিযান শুরু করার পরই এলাকা থেকে প্রচুর দুষ্কৃতী অন্যত্র পালিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তাই গোপন সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেরকমভাবেই খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বেলঘরিয়া অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী অজয় মণ্ডলকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে। বরানগর থানার পুলিশ গ্রেফতার করেছে ওই দুষ্কৃতীকে। অজয় মণ্ডলের নামে জেলার বিভিন্ন থানায় অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও খুন এবং তোলাবাজির অভিযোগ ছিল অনেক দিন ধরেই। এমনটাই জানতে পারে বরানগর থানার পুলিশ। তারপর থেকেই খোঁজ চলছিল অজয় মণ্ডলের। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।