Pujoy Pulse 2025: এবার পালস মুখে দিলেই মনে পড়বে স্কুলজীবনের কথা!

Pujoy Pulse 2025: ডিএস ফুড লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের সেলসের জেনারেল ম্যানেজার মানস ঘোষ বলেন, "এবারের পুজোর পালসের থিম গোল! মেয়ের মাথার টিপ থেকে পুজোর থালি, পুজোর কলস, ঢাক গোল! বাংলার রসগোল্লাও গোল! এই ট্র্যাডিশনটাই আরও বেশি করে হাইলেট করা হচ্ছে।"

Pujoy Pulse 2025: এবার পালস মুখে দিলেই মনে পড়বে স্কুলজীবনের কথা!
পুজোয় পালস Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2025 | 8:10 PM

বারাসত: শুরু হল পুজোয় পালস সিজন থ্রি। ফ্ল্যাগ অফ করে ক্যাম্পেনের সূচনা। এবার তবে পুজোয় পালস নতুন রুপে। ‘গোল কা মোল’ যেখানে, পুজোর মজা সেখানে। পালসের ট্যাবলো ঘুরছে কলকাতা থেকে জেলায় জেলায়।

ডিএস ফুড লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের সেলসের জেনারেল ম্যানেজার মানস ঘোষ বলেন, “এবারের পুজোর পালসের থিম গোল! মেয়ের মাথার টিপ থেকে পুজোর থালি, পুজোর কলস, ঢাক গোল! বাংলার রসগোল্লাও গোল! এই ট্র্যাডিশনটাই আরও বেশি করে হাইলেট করা হচ্ছে।”

TV9 বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত দাস বলেন, “গত বছর মনে আছে, তেঁতুলের গন্ধ আমাদের স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছিল। এবছর তারই একটা এক্সটেনশন। গোল কা মোল দিয়ে আবারও আমাদের স্কুলের কথা মনে করাবে, স্কুলের সামনে তেঁতুলের আচার নিয়ে দাঁড়িয়ে থাকা কাকুর কথা মনে করাবে।”

‘গোল-কা-মোল’-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ। এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে। ট্যাবলো ঘিরে উপচে পড়া ভিড়। এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!