R G Kar: মুখ্যমন্ত্রী টাকার কথাই বলেছিলেন: তিলোত্তমার মা

R G Kar: নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন,  "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন। রাস্তায় নেমে আন্দোলন করছেন। বলছেন বিচার চাই। আবার তিনি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? উনি কেন দ্বিচারিতা করছেন?"

R G Kar: মুখ্যমন্ত্রী টাকার কথাই বলেছিলেন: তিলোত্তমার মা
নির্যাতিতার বাড়ির সামনে মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 12:28 PM

উত্তর ২৪ পরগনা:  অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তার করেছিলেন। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সেই পরিবার আজ কন্যাহারা। বিভৎস, নারকীয়, নক্কারজনক, তিলোত্তমার ওপর হওয়ায় নির্যাতনের পরিভাষা কোনও বিশেষণেই মাপা যায় না। এতদিন চুুপ ছিলেন। এবার মুখ খুললেন তিলোত্তমার বাবা-মা। আর মুখ খুলেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নির্যাতিতা ডাক্তারী ছাত্রীর বাবা-মা।

নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন,  “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন। রাস্তায় নেমে আন্দোলন করছেন। বলছেন বিচার চাই। আবার তিনি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? উনি কেন দ্বিচারিতা করছেন?” আরও বিস্ফোরক কথা বলেন তিলোত্তমার বাবা। তিনি বলেন, “যাঁরা মুক্তকণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী তাঁদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন।”

নির্যাতিতা ছাত্রীর মা বলেন,  “আমরা রাজ্য ও দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই। আমরা তাঁদের সঙ্গে সবসময় আছি। যাঁরা এই লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী নিচ্ছেন, তাঁরা সেগুলো নেওয়ার আগে একবার ভাববেন, তাঁদের লক্ষ্মী সুরক্ষিত কিনা।”

তবে নির্যাতিতার মা এটা স্পষ্ট করেছেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার মেয়ে তো চাকরি করত, তার তো একটা কমপেনশেসন প্রাপ্য। সেটাই দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আমি বলেছি, পারলে ন্যায় বিচার দিন।” তবে ‘কমপেনশেসন’ মানে চাকরি নয়, সেটা টাকা, তাও বলেছেন তিনি। নির্যাতিতার মা বলেন, “কত টাকা সেটা উল্লেখ করেননি।”

নির্যাতিতার বাবার আবেদন, এখন রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে অনেকেই সুবিচারের দাবিতে পাশে এসে দাঁড়াচ্ছেন। তাঁদের পাশে তাঁরা সর্বদা রয়েছেন বলে জানান সদ্য কন্যাহারা তিলোত্তমার বাবা-মা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)