Rail Blockade: ফের শিয়ালদহে রেল অবরোধ, স্কুল পড়ুয়াদের বিক্ষোভের মুখে আটকে গেল নামখানা লোকাল

Rail Blockade: বিক্ষোভকারীদের অভিযোগ, স্টেশনের মুখে কোনও রেলগেট নেই। তার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই রাস্তাতেই স্কুলে যায় প্রচুর ছেলেমেয়ে। থেকে যাচ্ছে জীবনের ঝুঁকি। বারবার বলার পরেও রেল গেট বসানোর জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

Rail Blockade: ফের শিয়ালদহে রেল অবরোধ, স্কুল পড়ুয়াদের বিক্ষোভের মুখে আটকে গেল নামখানা লোকাল
ফের রেল অবরোধ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 26, 2025 | 1:26 PM

নামখানা: ফের শিয়ালদহে রেল অবরোধ। এদিন বেলায় শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের উকিলের হাট স্টেশনের কাছে রেল গেটের দাবিতে স্কুল পড়ুয়াদের নিয়ে রেল অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। একাধির স্টেশনে আটকে গেল ট্রেন। উকিলের হাট স্টেশনে আটকে গেল নামখানা লোকাল। নাকাল নিত্যযাত্রীরা। 

এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, স্টেশনের মুখে কোনও রেলগেট নেই। তার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই রাস্তাতেই স্কুলে যায় প্রচুর ছেলেমেয়ে। থেকে যাচ্ছে জীবনের ঝুঁকি। বারবার বলার পরেও রেল গেট বসানোর জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাতেই দীর্ঘদিন থেকেই ক্ষোভ বাড়ছিল এলাকার বাসিন্দাদের মনে। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার স্কুল পড়ুয়াদেরও।   

বিক্ষোভকারীদের দাবি, রেল গেট বসানোর জন্য একাধিকবার উকিলেরহাট স্টেশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। রেল দফতরের কানেও সমস্যার কথা পৌঁছেছে। কিন্তু, অবস্থার কোনও বদল হয়নি। এদিকে রেল অবরোধের খবর পেয়ে ইতিমধ্যেই ওই এলাকায় রওনা দিয়েছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ময়দানে নেমেছে আরপিএফ।