Sandeshkhali: ৭ দিন পেরল, অবশেষে সন্দেশখালিতে প্রথম গ্রেফতার

হামলার ভিডিয়ো ফুটেজ দেখে ২ জনকে শণাক্ত করা হয়

Sandeshkhali: ৭ দিন পেরল, অবশেষে সন্দেশখালিতে প্রথম গ্রেফতার
সন্দেশখালিতে জনরোষের ছবি (ফাইল)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 3:54 PM

সন্দেশখালি: সন্দেশখালিকাণ্ডে ৭ দিনের মাথায় অবশেষে গ্রেফতার। ইডি আধিকারিকদের ওপর মারধরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। হামলার ভিডিয়ো ফুটেজ দেখে ২ জনকে শণাক্ত করা হয়।  পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মেহবুর মোল্লা, সুকলম সর্দার। উল্লেখ্য, ঘটনার পর ইডি দাবি করেছিল, সেদিন শেখ শাহজাহানের বাড়ির সামনে হাজার দেড়েক জনতা ভিড় করেছিলেন। তাঁরা হামলা চালিয়েছিলেন। হাতে ছিল লাঠি, বাঁশ, অস্ত্রও। প্রশ্ন উঠছে, তাহলে ঘটনার ৭ দিন পেরিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে থেকে কি কেবল ২ জনকেই চিহ্নিত করা সম্ভব হল?

পুলিশের দাবি, ফকিরটোকিয়া বলে একটি জায়গার মাছের ভেড়িতে আত্মগোপন করে ছিলেন ওই দুজন। সেখানেই বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। তবে সেদিনের অশান্তিতে সামনে ছিলেন এলাকার আরও অনেক দাপুটে তৃণমূল নেতা। যাঁদের ছবি ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁরা শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু তাঁদের এখনও গ্রেফতার করা গেল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছেই।

শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির ঘটনা বাংলার একটি নজিরবিহীন ঘটনা। শেহ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময় শাহজাহানের বাড়ির দরজা তালা ছিল। সেই তালা ভাঙতে গিয়েই অশান্তির সূত্রপাত। হাজার হাজার গ্রামবাসী তেড়ে এসেছিলেন ইডি আধিকারিকদের দিকে। আক্রান্ত হতে হয়েছিল তাঁদের। মাথা ফেটে রক্তাক্ত হয়েছিল। শেষমেশ কোনও মতে অটো বাইক করে যে যাঁর মতো পালিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা। আবার কলা বাগান দিয়ে দৌড়ে পালিয়ে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিয়েছিলেন সিআরপিএফ জওয়ানরা। সেই ঘটনায় এতদিনে ২ জনকে গ্রেফতার করল পুলিশ।