
হাকিমপুর: এসআইআর চালু হতেই দেখা যাচ্ছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, হাকিমপুরের মতো সীমান্তগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। শ’য়ে-শ’য়ে মানুষকে দেখা গিয়েছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যেতে। ইতিমধ্য়েই শুরু হয়েছে পুশব্যাক প্রক্রিয়া। আর পুশব্যাক প্রক্রিয়ার সেই খবর করতে গিয়ে হাকিমপুরে আক্রান্ত টিভি ৯ বাংলার প্রতিনিধি সুজয় পাল। তাঁকে ধাক্কা দেওয়া হয়। এমনকী, হাত থেকে বুম কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এই সকল ব্যক্তিদের দাবি, এলাকায় কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে না। তারপরও কেন এই খবর সম্প্রচার করা হচ্ছে। এখন প্রশ্ন, যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী না থাকেন, তাহলে লোটা কম্বল নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য কারা সীমান্তে জড়ো হয়েছেন?
কী নিয়ে ঝামেলা?
মূলত, বিগত বেশ কয়েকদিন ধরে হাকিমপুর সীমান্তে চলছে পুশব্যাক প্রক্রিয়া। গত দু’দিন ধরে বহু মানুষ তাঁরা সীমান্তে অপেক্ষা করছিলেন বাংলাদেশে ফিরবেন বলে। তাঁদের অনেকেরই আজ পুশব্যাক হবে।
সীমান্তে ইতিমধ্যে এসে পৌঁছয় বিএসএফ-এর ট্রাক। তারপর সেই ট্রাকে করে নিয়ে যাওয়া হবে সোনাই নদীর ধারে। সেখানে বিজিবির নৌকায় পার করানো হবে তাঁদের। বাংলাদেশিদের পুশব্যাক প্রক্রিয়ার খবর দেখাচ্ছিল টিভি ৯ বাংলা।
এরপর সেই সময় কয়েকজন ব্যক্তি এসে হাজির হন। তাঁরা নিজেদের স্থানীয় সংগঠনের বলে দাবি জানাতে থাকেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্রুত হঠানোর দাবি জানাতে থাকেন। সেই খবরও সম্প্রচার করে টিভি ৯।
তখনই হঠাৎ করেই সীমান্তের দিক থেকে মোটর বাইকে করে কয়েকজন আসেন। যাঁরা বিক্ষোভ করছিলেন তাঁদের উপর চড়াও হয়। টিভি ৯ বাংলার ক্যামেরাকে ধাক্কা দেয়। গালিগালাজ করা হয়। তাঁদের দাবি, টিভি ৯ বাংলা নাকি ওই সংগঠনকে নিয়ে এসেছে এখানে।
কিন্তু কেন সংবাদ মাধ্যমের উপর চড়াও?
টিভি ৯ বাংলা জানতে চায় কেন সংবাদ-মাধ্যমের উপর চড়াও হলেন তাঁরা। যদিও মুখে কেউ রা টুকু কাটেনি। একজন শুধু বললেন, “এখানে কোনও রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকে না।”
বাস্তব চিত্র কী?
কোনও অনুপ্রবেশকারী থাকে না বললেও, বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লোটা কম্বল বেঁধে সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন কাতারে-কাতারে মানুষ। তাঁরা নিজেরাই কিন্তু স্বীকার করেছেন যে তাঁরা বাংলাদেশি। নেই কোনও বৈধ নথি। তারপরও বছরের পর বছর ধরে থাকছিলেন। বিএসএফ তাঁদের পুশব্যাক করছিল। সেই খবর সম্প্রচার করতেই তেড়ে এলেন এরা। তবে কি অনুপ্রবেশকারীদের চাকে ঢিল ছুড়তেই এই আক্রান্ত টিভি ৯ বাংলা?