নিমতা: নিমতা কাণ্ডে এবার খুনের (Nimta case) মামলা রুজু করল বিজেপি। নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদার।
সোমবার বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদার নিমতা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে নিমতা থানা পুলিশ। সোমবার ভোরে মৃত্যু হয় নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা শোভারানি মজুমদারের।
গত ২৭ ফেব্রুয়ারি তাঁকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাজ্যে সুরক্ষিত নন মায়েরাই। বাংলার মেয়ে স্লোগানে কটাক্ষ করে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। বৃদ্ধার সেই ছবি পোস্টার করে শহরের বিভিন্ন প্রান্তে টানানো হয়েছে। তাতে ইংরাজিতে লেখা, ‘ইজ সি নট অ্যা ডটার অফ বেঙ্গল?’
এরপর ১ মার্চ তাঁকে দেখতে যান শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। তাঁকে হাসপাতালে ভর্তি করান। এরপর চার দিন আগে বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সোমবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
সোমবার সকাল থেকেই তাঁর মৃত্যুতে প্রতিবাদে সোচ্চার বিজেপি। এলাকা দেহ নিয়ে মৌন মিছিল করা হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপর উল্লেখ্যযোগ্য ভাবে প্রকাশ্যে আসে বৃদ্ধার ডেথ সার্টিফিকেট।
আরও পড়ুন: নন্দীগ্রামে বড় ঘটনা! মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান, কিন্তু এবার ঘটল ব্যতিক্রমী ঘটনা…
রিপোর্টে বলা হয়, কার্ডিয়াক অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে নিমতার পাটনা ঠাকুরতলার আশি বছরের বৃদ্ধা শোভারানি মজুমদারের। তবে এর পাশাপাশি ডেথ সার্টিফিকেটে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। একাধিক জায়গায় অভ্যন্তরীণ আঘাত। তার জেরে বৃদ্ধার শরীরের নানা অঙ্গ বিকল হয়ে যায়। এক মাসের আঘাত তিনি সহ্য করতে পারেননি। ট্রমা ছিল। তার জেরে সোমবার সকালে আরও একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আর তার জেরেই মৃত্যু। এরপরই আরও জোরালভাবে প্রতিবাদে নামে বিজেপি। সোমবার রাতেই বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার নিমতা থানায় অভিযোগ দায়ের করেন।