AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School News: বদলি নিতে-নিতে শিকেয় পড়াশোনা, ৩০০ জন পড়ুয়াকে পড়াচ্ছেন ৩ জন শিক্ষক, পড়তে চেয়ে বিক্ষোভ ছোটদের

School news: সংশ্লিষ্ট স্কুলে প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা তিনশো। এক সময় স্কুলে পাঁচজন শিক্ষক ছিলেন। কিন্তু সকলেই বদলি নিতে নিতে এখন দু'জন শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক এসে ঠেকেছে।

School News: বদলি নিতে-নিতে শিকেয় পড়াশোনা, ৩০০ জন পড়ুয়াকে পড়াচ্ছেন ৩ জন শিক্ষক, পড়তে চেয়ে বিক্ষোভ ছোটদের
স্কুল পড়ুয়াদের বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 8:19 PM
Share

স্বরূপনগর: দিনে-দিনে কমে যাচ্ছে স্কুলের শিক্ষক সংখ্যা। আর তাই পড়াশুনো প্রশ্নের মুখে। সঠিকভাবে স্কুল চলার দাবিতে গেটে তালা দিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষের। স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের নবাতকাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

সংশ্লিষ্ট স্কুলে প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা তিনশো। এক সময় স্কুলে পাঁচজন শিক্ষক ছিলেন। কিন্তু সকলেই বদলি নিতে নিতে এখন দু’জন শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক এসে ঠেকেছে। ৩০০ জন ছাত্রছাত্রীকে পড়াশুনো করানো অসম্ভব হয়ে পড়েছে। এক কথায় বলা যেতে পারে, পড়াশুনো শিকেয় উঠেছে। এত পড়ুয়া নিয়ে হিমশিম খাচ্ছেন মাস্টারমশাই।

এরপর আজ স্কুলের ম্যানেজিং কমিটি গ্রামবাসী এবং ছাত্র-ছাত্রীরা স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি অবিলম্বে এই স্কুলের শিক্ষকদের বদলি বন্ধ করতে হবে। নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে। যাতে স্কুলটি সঠিকভাবে চলতে পারে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, “আমার ইচ্ছা ছিল একজনের পরিবর্তে অন্য আর এক শিক্ষক আসুন। এখানকার অভিভাবকরা বাচ্চাদের অনেক আশা নিয়ে এই স্কুলে ভর্তি করিয়েছেন। এখন যদি সত্যিই শিক্ষকরা না থাকেন আমি কী করি বলুন তো…” এক স্কুল পড়ুয়া বলল, “আমাদের স্কুলে প্রায় তিনশো জন ছাত্রী আছে। আর আমাদের শিক্ষক অনেক কমে গেছে। এত শিক্ষক কমলে পড়ব কীভাবে? তাই শিক্ষকের বদলি আমরা আটকাবই।”