উত্তর ২৪ পরগনা: অশোকনগর রেল গেটের পাশে ভয়াবহ দুর্ঘটনা। নয়ানজুলিতে পড়ল গেল কেমিকেল ভর্তি ট্রাক। গাড়ির মধ্যে প্রায় চার ঘণ্টা আটকে থাকলেন চালক ও খালাসি। তাঁদের যখন উদ্ধার করা হয় তখন দু’জনেরই মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য় ছড়াল এলকায়।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে কলকাতা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল কেমিকেল ভর্তি ট্রাকটি। তবে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পড়ে যায় লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। শেষ পর্যন্ত উদ্ধার করা হয় গাড়ির চালক ও খালাসিকে। কিন্তু তখন দু’জনেরই মৃত্য়ু হয়েছে।
মৃতদের পরিচয়ও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক বুদ্ধদেব সেন ও খালাসির নাম অমিত সরকার। এঁদের বাড়ি বনগাঁ এলাকায়। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর পুলিশ গাড়ির মধ্যে থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাচ্ছিল এই কেমিকেল বোঝাই ট্রাকটি।
এদিন ভোরে রাতে হাবড়ার দিক থেকে কলকাতাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পড়ে যায় ওই কেমিকেল বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। লরির মধ্যে থাকা ২ জনের মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনা হয়েছে রাস্তা ছোট হওয়ার কারণে। একটি লরি আর একটি লরিকে জায়গা দেওয়ার সময় পেছনের কেমিকেল বোঝাযই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এরপর ড্রাইভার ও খালাসী আটকে থাকেন ওই লরির মধ্যেই।
ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় ক্রেন দিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ভোর রাতে ঘটনাটি ঘটেছে, যদি দিনের আলোয় এরকম ধরনের ঘটনা ঘটত হয়তো আরও মানুষের মৃত্যু হতে পারত। যশোর রোড অনেকটাই সংকীর্ণ। একটি গাড়ি পার হলে পাশাপাশি আরেকটি বড় গাড়ি পার হওয়ার জায়গা থাকে না সেই কারণেই হয়ত এরকম ঘটনা ঘটেছে। অশোকনগর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।