Ration Card : ভুয়ো রেশন কার্ড বাতিল করতে গিয়েই বিপত্তি! বাতিল বৈধ রেশন কার্ডও

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 20, 2022 | 9:31 PM

Ration Card Issue: আগামী দিনগুলিতে কীভাবে বিজয় বাবু তাঁর সংসার চালাবেন, সেই প্রশ্নেরই উত্তর হাতড়ে বেড়াচ্ছেন তিনি। পাশাপাশি বিজয় বাবুর মতন এরকম অসংখ্য মানুষের রেশন কার্ড তালিকা থেকে ভুয়ো কার্ডের তালিকা সঙ্গে বাতিল হয়ে গিয়েছে বলে অভিযোগ।

Ration Card : ভুয়ো রেশন কার্ড বাতিল করতে গিয়েই বিপত্তি! বাতিল বৈধ রেশন কার্ডও
বৈধ রেশন কার্ড বাতিলের অভিযোগ বারাসতে

Follow Us

বারাসত : ভুয়ো রেশন কার্ড বাতিল করতে গিয়ে অনেক আসল রেশন কার্ড (Ration Card) বাতিল হয়ে গেল সরকারি সিদ্ধান্তে। এমনটাই অভিযোগ উঠেছে রবিবার। উত্তর ২৪ পরগনার বারাসতের বরিশাল কলোনির বাসিন্দা বিজয় বসু মল্লিক আজ রেশন তুলতে যান। গিয়ে জানতে পারেন যে তাঁর নাম বাতিল হয়ে গিয়েছে। তাঁর বাড়িতে গিয়ে ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি প্রকৃতপক্ষেই দরিদ্র এবং রেশন তাঁর ভীষণ প্রয়োজন। অসুস্থ স্ত্রীকে নিয়ে কোনও রকমে দিন গুজরান হয় বিজয় বাবুর । বার্ধক্যের কারণে আর নতুন করে কোনও কাজ করতে পারেন না। তাই সরকারের রেশন আর আশেপাশের মানুষের সহযোগিতাতেই তাঁর দিন চলে । এমন পরিস্থিতিতে রেশন বন্ধ হয়ে যাওয়া তাঁর কাছে আতঙ্কের তো বটেই। আগামী দিনগুলিতে কীভাবে বিজয় বাবু তাঁর সংসার চালাবেন, সেই প্রশ্নেরই উত্তর হাতড়ে বেড়াচ্ছেন তিনি। পাশাপাশি বিজয় বাবুর মতন এরকম অসংখ্য মানুষের রেশন কার্ড তালিকা থেকে ভুয়ো কার্ডের তালিকা সঙ্গে বাতিল হয়ে গিয়েছে বলে অভিযোগ। বিজয় বাবুর আবেদন সরকার এই সমস্ত মানুষের জন্য পুনর্বিবেচনা করুক।

উল্লেখ্য, ভুয়ো রেশন কার্ড বাতিল অভিযান শুরু করেছে রাজ্যের খাজ্য দফতর। সূত্রের খবর, প্রায় ৫০ লাখ রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। মূলত, যে রেশন কার্ডগুলি নকল, বা রেশন কার্ডের গ্রাহকদের অস্তিত্ব নেই বা মারা গিয়েছেন – এমন রেশন কার্ডগুলিই রয়েছে খাদ্য দফতরের স্ক্যানারে। কিন্তু বিজয় বাবুর মতো এমন অনেকেরই বৈধ রেশন কার্ড ব্লক হয়ে গিয়েছে বলে খবর। আর এখানেই প্রশ্ন উঠছে, সরকারি দফতরে কাজের এই হাল কেন? রেশন না পেলে খাবার জুটবে কীভাবে? সেই চিন্তাতেই এখন ঘুম উড়েছে এমন বৈধ কার্ড ব্লক হয়ে যাওয়া অভাবী গ্রাহকদের।

বারাসতের বিজয় বাবুকে প্রশ্ন করা হলে বলেন, “চালাব কী করে? কষ্টে শিষ্টেই চলছে। আমার স্ত্রী অসুস্থ।” কথাগুলি যখন তিনি বলছেন, তখন চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। উল্লেখ্য, কয়েক মাস আগেই ভুয়ো রেশন কার্ডগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ মেনে কাজও শুরু করে দেয় খাদ্য দফতর। জানা গিয়েছে, প্রথম ধাপে প্রায় ৫০ লাখ রেশন কার্ড ব্লক করা হয়েছে। আর তাতেই বিপত্তি। অভিযোগ, ভুয়ো রেশন কার্ড ব্লক করতে গিয়ে বহু আসল রেশন কার্ড ব্লক করে দিয়েছে খাদ্য দফতর। আর এই গাফিলতির জেরে বিজয় বাবুর মতো বহু মানুষ ভাতে মারা পড়ছেন। দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন তাঁরা।

আরও পড়ুন : Jhalda Councillor Murder: ঝালদায় কাউন্সিলর খুনে বড় সিদ্ধান্ত জেলা পুলিশের! ক্লোজ় ১ আধিকারিক সহ ৫ পুলিশকর্মী

Next Article