Naihati Waterlogging: জলবন্দি নৈহাটি! জমা জলে বাড়ছে ডেঙ্গি, সাপের আতঙ্ক

North 24 Pargana: জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ।

Naihati Waterlogging: জলবন্দি নৈহাটি! জমা জলে বাড়ছে ডেঙ্গি, সাপের আতঙ্ক
জল জমেছে বিভিন্ন এলাকায় (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 3:54 PM

নৈহাটি: সেই পুজোর আগে থেকে শুরু হয়েছে। এখনও চলছে। বৃষ্টি কিছুতেই যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি হয়েছে গত তিনদিন ধরে। আজও রোদের মুখ দেখা যায়নি। এদিকে, বৃষ্টির কারণে জলবন্দি বাসিন্দারা। একে করোনা তার দোসর ডেঙ্গি আর এখন সাপের আতঙ্কে ঘুম ছুটেছে তাঁদের। পরিস্থিতি স্বাভাবিক করতে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় জাওয়াদ(Jawad)। এর জেরে কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। গত দু থেকে তিনদিন ধরে একটানা বৃষ্টির জেরে জলবন্দি নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের নিরঞ্জন পল্লীর কয়েকহাজার বাসিন্দা। পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না বলে দাবি তাঁদের।

ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বহুবার বলেও কোনও সুরাহা মেলেনি। জমা জলে বাড়ছে সাপ, পোকামাকড় ও মশার উপদ্রব। করোনার (Corona) পাশাপাশি ডেঙ্গির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে তাঁদের। এরপরই জমা জল নিস্পত্তির দাবিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে পুলিশি হস্তক্ষেপে সেই অবরোধ উঠে যায়।

এক এলাকাবাসীর কথায়, “দু’দিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। কমছে না। যার কারণে আমাদের এখানে জল জমেছে। এই জলে ক্রমাগত বাড়ছে মশার আতঙ্ক। বাড়ছে ডেঙ্গি।”

পঞ্চায়েতের এক সদস্য জানান, এটি নীচু জমি ছিল। হাইওয়েতে কাজ করতে গিয়ে বালি ফেলেছে। যার কারণে ড্রেন বুজে গিয়েছে। সেই কারণে দু’দিনের বৃষ্টিতে এলাকায় জল জমে গিয়েছে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। কর্মী লাগিয়ে বুজে যাওয়া ড্রেনের ময়লা যাতে সব চলে যায় সেই ব্যবস্থা এখন আমরা করছি।

আরও পড়ুন: Gold Price Today: বিয়ের মরশুমে খুশির খবর! সর্বোচ্চ স্তর থেকে ৮৫০০ টাকা কমল সোনার দাম

আরও পড়ুন: Rahul in Parliament: সংসদে কৃষক মৃত্যুর তথ্য দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী