‘এর ফল ভাল হবে না,’ হুঁশিয়ারি অর্জুন সিংহের

"ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা নানাদিকে তাণ্ডব চালাচ্ছে। বিজেপি কর্মীদের মারাধর করা হচ্ছে। এমনকি মেরেও ফেলাও হচ্ছে।'' অভিযোগ অর্জুন সিংহের (Arjun Singh)।

'এর ফল ভাল হবে না,' হুঁশিয়ারি অর্জুন সিংহের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 03, 2021 | 3:51 PM

উত্তর ২৪ পরগনা: ভোটের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত বারাকপুর। বিজেপি কর্মীদের মারধর এবং জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। ভাঙচুর করার সময় ওই অফিসে থাকা দু’জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। আর এ নিয়েই কার্যত ঘাসফুল শিবিরকে হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সাংসদ (Arjun Singh)। তাঁর কথায়, কর্মীদের এই মারের ফল ভাল হবে না।

ঘাসফুল ঝড়ে কার্যত কেঁপে গিয়েছে অর্জুন-গড় হিসেবে পরিচিত বারাকপুর। এই লোকসভা এলাকার মধ্যে থাকা সাতটি বিধানসভা আসনের মাত্র একটিতে জিতেছে বিজেপি। আর এর মধ্যেই বারাকপুর জুড়ে অশান্তির ঘটনা ঘটছে। এদিন জগদ্দল থানার উল্টোদিকে বিজেপির পার্টি অফিসে ঢুকে কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন: ‘রাজধর্ম পালন করুন’, শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বার্তা মমতার 

তাঁর অভিযোগ, “ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা নানাদিকে তাণ্ডব চালাচ্ছে। বিজেপি কর্মীদের মারাধর করা হচ্ছে। এমনকি মেরেও ফেলাও হচ্ছে।” এর পরেই অর্জুনের হুঁশিয়ারি, তৃণমূল পার্টি কর্মী ও সমর্থকদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব হিংসা বন্ধ করা। না হলে এর ফল কিন্তু ভাল হবে না।” যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তাদের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাস করার অভিযোগ করেছে তৃণমূল শিবির।

এদিকে বারাকপুর মহকুমায় ভাটপাড়া জগদ্দল কেন্দ্রের ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মতিভবন এলাকায় রবিবার গভীর রাতে ব্যাপক বোমাবাজি হয়। সেই বোমাবাজির ঘটনায় প্রাণ হারান ১৯ বছর বয়সের একজন ছাত্র। অনুরাগ সাউ নামে ওই যুবক বিজেপি সমর্থক ছিলেন বলে দাবি।