ভাটপাড়া: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ভাটপাড়ায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি (Bomb)। ভাটপাড়া (Bhatpara) ১ নং ওয়ার্ডে কুলিডিপো এলাকায় বিজেপির দলীয় অফিসের সামনে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আগামী ২২ এপ্রিল ভাটপাড়ায় নির্বাচন। তার আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। যুযুধান প্রতিপক্ষের রাজনৈতিক লড়াইয়ে ত্র্যস্ত এলাকাবাসী। এরই মধ্যে বিজেপি কার্যালয়ের সামনে বোমা ছোড়ার অভিযোগ নতুন করে উত্তেজনা বাড়ায়।
রবিবারই ভাটপাড়ার ৩৩ নম্বর ওয়ার্ডে তল্লাশি চালায় পুলিশ। ক্লাব থেকে উদ্ধার হয় তাজা বোমা, গুলি। উদ্ধার হয় ১৮টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ রাউন্ড কার্তুজ। রাতভর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সকালে পুরসভার পাশেই অস্ত্র কারখানার হদিশ মেলে।
গোপন সূত্রে খবর পেয়ে, কাঁকিনাড়ার ভাটপাড়া থানা তথা পুরসভার কলাবাগান এলাকায় পুলিশ বাহিনী হানা দেয়। উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটা কাঠামো। তাছাড়াও অত্যাধুনিক মেশিন ও সরঞ্জাম উদ্ধার হয়।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে ও পরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকাগুলি। এবারের নির্বাচনে তারই প্রতিচ্ছবি ভেসে উঠবে না তো! আতঙ্কে এলাকার মানুষ। ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। তার রেশ পড়ে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। এভাবে পুরসভার অদূরেই অস্ত্র কারখানার হদিশ মেলায় স্তম্ভিত এলাকাবাসী। কীভাবে নাকের ডগায় চলছিল এই কাজ? প্রশ্ন উঠছে।
এরই মধ্যে নৈহাটি আবার আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। তবে তৃণমূল নেতা লালন পাশোয়ানের বক্তব্য, ভাটাপাড়ায় তাঁদের বোমা মারার লোক নেই। বিজেপি নিজেরাই বোমা ছুড়ে তৃনমূলের ঘাড়ে দোষ দিচ্ছে।