AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: বর্ধমানে ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, বাজেয়াপ্ত বন্দুক

Purba bardhaman: গলসী থানার উচ্চগ্রাম মোড় এলাকার ঘটনা। মঙ্গলবার রাত্রি ৮ টা ১৫ মিনিট নাগাদ গলসীর উচ্চগ্রাম মোড় এলাকায় ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলম ও তার সঙ্গী ইটভাটায় কয়লা সরবরাহকারী শেখ নাজমুল হুদা ওরফে সাহেবের সঙ্গে ব্যবসায়িক হিসাব নিয়ে বচসা হয়।

Purba Bardhaman: বর্ধমানে ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, বাজেয়াপ্ত বন্দুক
(নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 5:20 PM
Share

পূর্ব বর্ধমান: ব্যবসায়িক হিসাব নিয়ে বচসা। তার জেরে গণ্ডগোল। এরই মাঝে গুলি চালনোর অভিযোগ। গোটা ঘটনায় ধৃত অভিযুক্ত। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে রিভালবার, ৩ রাউণ্ড গুলি ও চারচাকা গাড়ি।

গলসী থানার উচ্চগ্রাম মোড় এলাকার ঘটনা। মঙ্গলবার রাত্রি ৮ টা ১৫ মিনিট নাগাদ গলসীর উচ্চগ্রাম মোড় এলাকায় ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলম ও তার সঙ্গী ইটভাটায় কয়লা সরবরাহকারী শেখ নাজমুল হুদা ওরফে সাহেবের সঙ্গে ব্যবসায়িক হিসাব নিয়ে বচসা হয়। অভিযোগ, সেই বচসা চলার সময়ই কয়লা ব্যবসায়ী শেখ নাজমুল হুদা তাঁর কাছে থাকা বন্দুক থেকে শূ্ন্য ২ রাউণ্ড গুলি চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসী থানার পুলিশ। পুলিশ ওই বন্ বাজেয়াপ্ত করেছে।ই টভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ নাজমুল হুদাকে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়।

ইটভাটা ব্যবসায়ী শেখ মশিয়ার আলমের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখ নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে।ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হয়। যে বন্দুকটি থেকে গুলি চলেছে সেটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল না বলে পুলিশসূত্রে জানা গেছে। এই বিষয়ে শেখ মশিয়া বলেন, “ব্যবসা নিয়ে বচসা হচ্ছিল সেই সময় আচমকা গুলি চালায়।”